bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia













এমন তো কথা ছিল না
রিয়াজ হক


(প্রয়াত এক শ্রেষ্ঠ বন্ধুর স্মরণে)


কথা ছিল দেখা হবে ভরা ফুলের অমলিন ফাল্গুনে
না হলে শন-শন হাওয়ার উদ্যমী ঝড়ের কাল-বৈশাখে;
‘গোলাপ কেন এত সুন্দর’ তাই নিয়ে মেতে উঠবো বিষম তর্কে
‘আসলেই কেন যেতে হবে’ এই প্রশ্নে বিমর্ষ দাঁড়িয়ে যাব তোমার দরোজার চৌকাঠে।

কথা ছিল মনের ছাড়া ছাড়া ক্যানভাসে আঁকা
দেশীয় চলচ্চিত্রের অবিরাম ঝরা পাতার;
খুঁটিনাটি লিখে যাব পরম যত্নে, নিভৃতে
থাকবে তাতে রূপ-রস-গন্ধের বিপুল বাহার।

কথা ছিল দু’চোখ ভরে আবার দেখব ‘অরণ্যের দিনরাত্রি’
মৌমাছি-মনে ডুবে যাব শামসুর রাহমান, আল মাহমুদ আর গুনের কবিতায়।
‘জীবনটা কেন এমন’ বা ‘আবার শুরু থেকে শুরু করা যায় কি না’ প্রশ্ন রেখে
ক্রমাগত হাঁটতে থাকব ধর্ম-দর্শন আর রাজনীতির গোলকধাঁধায়।

কথা ছিল একবার অন্তত আনমনে হেঁটে যাব
নদী-খাল-বনস্পতির শাহজাদপুর
কথা ছিল স্কুলের বন্ধুদের লাল-নীল প্রজাপতি ধরার
মিথ্যা গল্প বলে কাটাব অলস দুপুর।

কথা ছিল আবার দেখা হবে বাসায়, উত্তরায়
নীল ক্ষেতের মোড়ে, নিউমার্কেট কিংবা দারুসসালামে;
ফারুখের ক্যান্সার হাসপাতালে কিংবা সাতাশ নম্বরে চাইনিজে
কোথায় আছ তুমি, আটকে গেছ কি ঢাকার তীব্র ট্রাফিক-জ্যামে!

তুমি আস বা না আস আমি কিন্তু হাট করে খুলে রেখেছি দরোজা
আবার ভাল বাস বা না বাস কাঁধে নিয়ে জীবনের অপার বোঝা!



রিয়াজ হক, সিডনি




Share on Facebook               Home Page             Published on: 22-Dec-2021

Coming Events:





A day full of activities, games and fun.







Blacktown Lakemba Mascot