bangla-sydney












দিনের চার চরণ
রিয়াজ হক



(এক)
মেধা নয়, শ্রম নয়
শ্লোগান আর কদমবুসি
শিল্প নয়, সুষমা নয়,
দল-অন্ত মানুষ খুঁজি!


(দুই)
আদর্শ অর্থ নয় স্থাপনা বা ইমারত
আদর্শ অর্থ নয় আরোপিত গল্প
আদর্শ অর্থ নয় পুরনো যত ক্ষত
আদর্শ অর্থ আগামীর সম্ভাবনা ও স্বপ্নের রূপকল্প।


(তিন)
বিস্মিত বৃক্ষ ঝুঁকে দেখে
আলো শুয়ে আছে জলের গায়
নিরিবিলি বহতা বাতাস মেখে
নিঃশব্দ স্রোতের ভেতর জীবন চমকায়।


(চার)
জিততে হলে মাঝে মাঝে
নিঃসঙ্কোচে হেরে যেতে হয়
সকাল গড়ায় যেমন সাঁঝে
জয়ের হাঁটা পথে তেমনি আসে পরাজয়।


(পাঁচ)
টুপ করে পড়ে গেল জলে
স্বপ্ন সম্ভাবনা দু’পায়ে ঠেলে
তাকিয়ে রই বিধবা-বিষণ্ণ বাতাসে
মনে হয় জীবন যেন জীবনেরই বিনাশে।


(ছয়)
কেবল হেঁটে যাও
দেখা হবে কোন পথের মোড়ে
বিরুদ্ধ স্রোতে তরী বাও
কথা হবে সূর্যোদয়ের ভোরে।


(সাত)
বৃষ্টি মাথায় ব্যস্ত রাস্তায়
কাপড় ও শরীরের সুরক্ষায়
অথচ অদ্ভুত, মন ভিজে যায়
জল নেমে যায় মনের গহীন পাতায়।


(আট)
বলি, হাত ধর, ধরে থাক হাত
বিশ্বাস রাখ, রাখ বিশ্বাস
অন্ধকার চিরে ভেসে উঠবে আলোর প্রভাত
ন্যায় ও ন্যায্যতার ভিতর যদি কর বাস।


(নয়)
তারা দেখি, দেখি আকাশ
ধ্বনি শুনি, শুনি সুর
অনিমেষে ভেঙ্গে যায় অবিশ্বাস
বিশ্বাসে জেগে উঠে জীবন মধুর।


(দশ)
সেই পথই দূর্জেয়-দুর্গম
যে পথে হাঁটেনি কোন পথিক
প্রয়োজন আশা ও উদ্যম
সাথে আত্মা নির্ভীক।




রিয়াজ হক, সিডনি, অস্ট্রেলিয়া
Jsfn21@gmail.com




Share on Facebook               Home Page             Published on: 15-Dec-2022

Coming Events: