bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












এই লিংক থেকে SolaimanLipi ডাউনলোড করে নিন



তুমি ও আমি
মোহাম্মদ আবদুর রাযযাক





১ ভিন্ন স্বভাব

অশ্রুমতি নই, তা বলে পাষাণ পাথর নই;
কষ্ট পেলে সবার মতোই দুঃখ বুকে বই।
সবার মতো হাসি না, তাই ভাবছো আমি দুঃখী;
দুঃখে ডুবেও অনেক মানুষ নয় কি হাস্যমুখী?

কইনা কথা, চুপ করে রই, তাইতে ভাবো বোবা;
নাই কি এমন কথক যিনি নিঃসঙ্গতায় ডোবা?
কেবল শুনি, দিইনা কারো ফালতু কথার জবাব-
তাই বলে নই বেকুব আমি; এটাই আমার স্বভাব।

ফোঁস করিনা, তাই ভেবো না আমায় ঢোড়া সাপ;
প্রয়োজনে হতে পারি গোখরো সাপের বাপ!
শান্ত থাকি, তাই ভেবোনা রাগ করিনা আমি;
রাগ দেখালেই হয়কি মানুষ তেজী? নামী? দামী?

ভালোবেসে ঘর বাঁধে কেউ, কেউ বা ছাড়ে ঘর;
কেউবা কাটায় একলা জীবন, পালিয়ে তেপান্তর।
কেউবা আঁধার ভালোবাসে, জ্যোৎস্না প্রিয় কারো -
আমরা সবাই ভিন্ন মানুষ; ভাবনা ভিন্ন আরো।



২ ভিন্ন বিশ্বাস

ভিন্ন তোমার আমার সংজ্ঞা অনেক কিছুর, যথা -
গণতন্ত্র, মুক্তচিন্তা, নির্বাচনী প্রথা।
যেই দেবতার পূজার ডালা নিত্য সাজাও তুমি;
তার ব্যাপারে নেই উৎসাহ, তাই কি মন্দ আমি?

তোমার মেয়ের গায়ে হলুদ, সেথায় হিন্দি গান?
নির্বাসিত বাংলা? এ যে মায়ের অপমান।
আমি ভাবি ‘এ যে আমার মায়ের বুকে খাঁড়া’;
তোমার কাছে ‘ও কিছু নয়, বিশ্বায়নের ধারা’।

পড়শি দেশের টিভি চ্যানেল তোমার ঘরে, ভাই
তোমার দেশের চ্যানেল কেন ওদের দেশে নাই?
হিন্দি সিরিয়ালের যত কু-চক্রী নট-নটী
বাংলা দেশের সংস্কৃতির মাথায় মারছে চটি।

পড়ছি খবর সীমান্তে খুন হচ্ছে দেশের মানুষ;
বলছ তুমি ওরা ই দোষী, উড়িয়ে কথার ফানুশ!
তোমার আছে ভারত-প্রীতি, আমার ভারত-ভীতি -
চোখের তারায় কাঁটাতারের লাশ, ফেলানীর স্মৃতি।

তোমরা কেহ পাকি-বন্ধু, ভারত প্রেমী কেহ;
আমার চাওয়া, আমার প্রিয় বাংলা মায়ের গেহ।
তিস্তা, তিতাস, পদ্মা গেছে, যাচ্ছে সোঁদর বন;
নিচ্ছে যারা তোমার মিত্র; আমার মিত্র নন।

ফেব্রুয়ারি ১৭, ২০১৬



প্রফেসর মোহাম্মদ আবদুর রাযযাক, ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস, সিডনি




Share on Facebook               Home Page             Published on: 12-Mar-2016

Coming Events: