bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia













বরাভয়
মোহাম্মদ আবদুর রাযযাক




বন্ধু তোমার মনটা কি খুব খারাপ?
ভয় পেয়েছো লক্ষ প্রাণের মৃত্যু মিছিল দেখে?
ভাবছো কবে পারবে আবার ছুঁতে মায়ের হাত;
মানুষ কবে মুক্তি পাবে কোভিড ১৯ থেকে।
জনপদে থেকেও তুমি জনপদের নও -
ঘরে বসেই কাটাও স্মৃতির জাবর কাটা দিন -
দরজা, আগল, সবই খোলা; তবু পথের বাঁকে
অচেনা এক শত্রু তোমায় করলো অন্তরীণ।

বাইরে যখন বইছে বাতাস শীতল, সুনির্মল;
সেই বাতাসে শ্বাস নিতেও মুখোশ তোমার চাই -
প্রিয়জনের শেষ বিদায়ে গোরস্তানে যাবে?
বুক ভেঙ্গে যাক কষ্টে, তবু যাবার উপায় নাই।
এ কোন জীবন? কেমন করে বদলে গেল সব?
কোথায় গেল ব্যস্ত শহর? কর্মমূখর দিন?
পালা-পার্বণ, লৌকিকতা, আদর আপ্যায়ন?
কেমন করে জীবন হলো এমন বর্ণহীন?

বন্ধু জেনো, শীতের পরে বসন্তই আসে -
সকাল হবেই; হোক না যতই দীঘল কালো রাত;
আবার চলবে থমকে যাওয়া সময় ঘড়ির কাঁটা;
এ ঘোর আঁধার ঘুঁচবে; আবার আসবে সুপ্রভাত।
মারী-মড়ক, ঝড়-ঝঞ্ঝা, কালবোশেখি আসে-
বানভাসিতে ঘর ভেসে যায়, স্বপ্ন ভাঙ্গে সাথে;
হোক সে ভয়াল, প্রলয় কভু হয়না চিরস্থায়ী,
ধ্বংস থেকেই জীবন জাগে নতুন কোন প্রাতে।

একদিন এই দুর্বিষহ দিনগুলো শেষ হবে,
বিশ্ব থেকে বিদায় নেবে করোনা ভাইরাস;
হাসবে মানুষ, চরাচরে জাগবে আবার প্রাণ;
এই পৃথিবী আবার নেবে মুক্ত হাওয়ায় শ্বাস।

বন্ধু, তুমি হাল ছেড়োনা, আশায় বাঁধো মন-
দিগন্তে ঐ আলোর আভা! আসছে শুভক্ষণ।

সিডনি, পহেলা জুন, ২০২০



মোহাম্মদ আবদুর রাযযাক, সিডনি





Share on Facebook               Home Page             Published on: 2-Jun-2020

Coming Events: