bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












এই লিংক থেকে SolaimanLipi ডাউনলোড করে নিন



গোলক ধাঁধাঁ
মোহাম্মদ আবদুর রাযযাক




কোথাও যখন ধূসর বিকেল, কোথাও তখন সুপ্রভাত;
কোথাও যখন শোকের মাতম, কোথাও তখন বাসর রাত।
কোথাও পাখী ফিরছে কুলায়, কোথাও তারা ছাড়ছে নীড়;
কোথাও পথে নিঃসঙ্গতা, কোথাও সেথায় দারুণ ভিড়।

কোথাও বাতাস স্তব্ধ, গুমোট, কোথাও বহে দারুণ ঝড়;
কোথাও শুরু নতুন জীবন, কোথাও ভাঙ্গে সুখের ঘর।
কোথাও কথা জীবন জাগায়, কোথাও হানে কঠিন বাণ;
কোথাও নদী ফসল ফলায়, কোথাও কাড়ে অযুত প্রাণ।

কোথাও ভুল শাস্তি আনে, কোথাও বা সে পায় ক্ষমা,
কোথাও হিসেব কেবল দেনার, নেই প্রাপ্তি, নেই জমা;
কোথাও মানুষ জীবন খোঁজে, কোথাও বা সে মৃত্যু চায়;
জীবনের এই গোলক ধাঁধাঁয় ভুবন মাঝি নৌকা বায়।


সিডনী ২১/১১/২০১৭



মোহাম্মদ আবদুর রাযযাক, সিডনি





Share on Facebook               Home Page             Published on: 25-Nov-2017

Coming Events:





A day full of activities, games and fun.







Blacktown Lakemba Mascot