bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia













করোনা ভাইরাস কথন
মোহাম্মদ আবদুর রাযযাক





এই পৃথিবী বদলে গেছে, আগের মত নাই;
এক ‘করোনা’ পালটে দিল বাঁচার ধরণটাই।
কোভিড -১৯? সে কিরে ভাই জৈব অস্ত্র কোন?
ভূ-রাজনীতির গোলমেলে চাল?বিজ্ঞজনে শোন।
মোল্লা পুরুত, পাদ্রী বলেনঃ “এ বিধাতার ক্রোধ;
কোভিড-১৯ পাপের সাজা - ঐশী প্রতিশোধ!
ভালো-মন্দের তফাৎ ভুলে করছো মন্দ কাজ;
পঙ্কিলতায় আছো ডুবে, পাওনা তাতে লাজ!
লোভ-লালসায় গেছো ভুলে এই জীবনের মানে-
তাই বিধাতা বিশ্বমাঝে কোভিড অস্ত্র হানে”!




কোভিড বলে “মূঢ় মানুষ, অন্য কারণ খোঁজ-
এই পৃথিবী মরছে ধুঁকে; এই কথাটা বোঝ?
পশু-পাখী, জলের প্রাণী, কীট-পতঙ্গ আর
বৃক্ষ, লতা, ক্ষুদ্র-তৃণ – জগৎ সবাকার!
এই পৃথিবী সব প্রজাতির তোমার একার নয়;
দানব সেজে সেথায় তুমি ঘটাচ্ছো প্রলয়।
তোমার দম্ভ, কামান, বোমা, তোমার সাবমেরিন
সৃষ্টিটাকে করছে ধ্বংস, শুধবে কে তার ঋণ?”
তাই এসেছি কোভিড ১৯ - ‘করোনা ভাইরাস’-
প্রকৃতি বাঁচাতে; ধরায় আনতে সুবাতাস।”




“আমারই নাম প্রকৃতি, যা তোমার চির চেনা;
ছাড় দিয়েছি অনেক, এখন শোধ করো মোর দেনা!
তোমায় দিলাম খোলা মাঠ আর অসীম নীলাকাশ;
তুমি সেথায় বানাও শহর, বিষাও তাহার শ্বাস।
পোড়াও আমার গুল্ম-লতা, সবুজ বনাঞ্চল;
আমার দেয়া পাহাড় কেটে বানাও সমতল!
আমার বাতাস, আমার সাগর, আমার নদীর জল;
নষ্ট করে জগৎ জুড়ে ছড়াও হলাহল।
তোমার লোভের মূল্য দিতে মেরুর বরফ গলে,
সুবিন্যস্ত আমায় তুমি মারছো পলে পলে।
তাই ‘করোনায়’ বদলে দিলাম বিশ্ব-ভুবনটাই-
তুমি মানুষ থমকে গেছ; জগৎ থামে নাই”!




“বন্ধ তোমার চলার বাহন, সকল যন্ত্রযান-
ঘরের ভেতর বন্দী তুমি ভয়েই কম্পমান।
বাতাস, শব্দ, জলের দূষণ বন্ধ বিশ্বময়;
মানুষ বন্দী, তাই প্রকৃতি আবার ছন্দময়!
সব জনপদ ঝিমিয়ে গেছে, পথ-ঘাটে নেই কেউ;
সৈকতে নেই মানুষ; আছে সী-গাল, সফেন ঢেউ।
চোখ ধাঁধানো দোকান বন্ধ, পানশালা ও তাই-
শ্বাস নিচ্ছ বটে, তোমরা বেঁচেও বেঁচে নাই!
তোমার মেকী সভ্যতা আজ করুণ চোখে চায়-
স্থবির বিশ্ব দাঁড়িয়ে কি আজ খাদের কিনারায়?
ধর্ম-কর্ম সবই গেছে; দিন গত পাপ ক্ষয়;
রাজা-উজির-মজুর-ফকির সবার মনে ভয়।“




“কোন সে অস্ত্র মারতে পারে করোনা ভাইরাস?
খুঁজছ যখন জবাব তখন পড়ছে অযুত লাশ।
তোমার অস্ত্র, জ্ঞান, বিজ্ঞান সবই গরল ভেল;
ক্ষুদে হলেও আমার কাছে সব কিছুই ফেল।
এখন দেখো, কি শক্তিধর এই ক্ষুদে ভাইরাস!
যায়না দেখা চোখে। তবু কেমন বিশ্বত্রাস!
আমার হাতে মরছে কত নাইকো লেখাজোখা-
তবুও জেনো আমি তোমার শত্রু-বেশী সখা।
দেখিয়ে দিলাম দম্ভ তোমার কেমন অর্থহীন-
বাঁচতে হলে আনতে হবে তোমায় নতুন দিন।
এখন আকাশ ধোঁয়াশা হীন, নদী-সাগর জল
বর্জ্য বিহীন, সৈকতে বয় বাতাস সুনির্মল।
কোভিড ১৯ দেখিয়ে দিল কোন পৃথিবী ভালো-
এই কথাটা মনে রেখে আশার প্রদীপ জ্বালো।
প্রকৃতিকে বন্ধু ভাবো, জাগাও জীবনবোধ-
নইলে আসবে নতুন কোভিড, গড়তে প্রতিরোধ”!


সিডনি, ২০ এপ্রিল, ২০২০



মোহাম্মদ আবদুর রাযযাক, সিডনি





Share on Facebook               Home Page             Published on: 25-Apr-2020

Coming Events:
বৃষ্টির সম্ভাবনার কারণে মেলার তারিখ ১ দিন পিছিয়ে ২১ এপ্রিল ২০২৪ (রবিবার) করা হয়েছে......




A day full of activities, games and fun.







Lakemba Blacktown Mascot
Minto Money raised so far





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far



Blacktown Lakemba Mascot
Minto Money raised so far







Blacktown Lakemba Mascot
Minto Money raised so far