করোনা ভাইরাস কথন মোহাম্মদ আবদুর রাযযাক
১
এই পৃথিবী বদলে গেছে, আগের মত নাই; এক ‘করোনা’ পালটে দিল বাঁচার ধরণটাই। কোভিড -১৯? সে কিরে ভাই জৈব অস্ত্র কোন? ভূ-রাজনীতির গোলমেলে চাল?বিজ্ঞজনে শোন। মোল্লা পুরুত, পাদ্রী বলেনঃ “এ বিধাতার ক্রোধ; কোভিড-১৯ পাপের সাজা - ঐশী প্রতিশোধ! ভালো-মন্দের তফাৎ ভুলে করছো মন্দ কাজ; পঙ্কিলতায় আছো ডুবে, পাওনা তাতে লাজ! লোভ-লালসায় গেছো ভুলে এই জীবনের মানে- তাই বিধাতা বিশ্বমাঝে কোভিড অস্ত্র হানে”!
২ কোভিড বলে “মূঢ় মানুষ, অন্য কারণ খোঁজ- এই পৃথিবী মরছে ধুঁকে; এই কথাটা বোঝ? পশু-পাখী, জলের প্রাণী, কীট-পতঙ্গ আর বৃক্ষ, লতা, ক্ষুদ্র-তৃণ – জগৎ সবাকার! এই পৃথিবী সব প্রজাতির তোমার একার নয়; দানব সেজে সেথায় তুমি ঘটাচ্ছো প্রলয়। তোমার দম্ভ, কামান, বোমা, তোমার সাবমেরিন সৃষ্টিটাকে করছে ধ্বংস, শুধবে কে তার ঋণ?” তাই এসেছি কোভিড ১৯ - ‘করোনা ভাইরাস’- প্রকৃতি বাঁচাতে; ধরায় আনতে সুবাতাস।”
৩ “আমারই নাম প্রকৃতি, যা তোমার চির চেনা; ছাড় দিয়েছি অনেক, এখন শোধ করো মোর দেনা! তোমায় দিলাম খোলা মাঠ আর অসীম নীলাকাশ; তুমি সেথায় বানাও শহর, বিষাও তাহার শ্বাস। পোড়াও আমার গুল্ম-লতা, সবুজ বনাঞ্চল; আমার দেয়া পাহাড় কেটে বানাও সমতল! আমার বাতাস, আমার সাগর, আমার নদীর জল; নষ্ট করে জগৎ জুড়ে ছড়াও হলাহল। তোমার লোভের মূল্য দিতে মেরুর বরফ গলে, সুবিন্যস্ত আমায় তুমি মারছো পলে পলে। তাই ‘করোনায়’ বদলে দিলাম বিশ্ব-ভুবনটাই- তুমি মানুষ থমকে গেছ; জগৎ থামে নাই”!
৪ “বন্ধ তোমার চলার বাহন, সকল যন্ত্রযান- ঘরের ভেতর বন্দী তুমি ভয়েই কম্পমান। বাতাস, শব্দ, জলের দূষণ বন্ধ বিশ্বময়; মানুষ বন্দী, তাই প্রকৃতি আবার ছন্দময়! সব জনপদ ঝিমিয়ে গেছে, পথ-ঘাটে নেই কেউ; সৈকতে নেই মানুষ; আছে সী-গাল, সফেন ঢেউ। চোখ ধাঁধানো দোকান বন্ধ, পানশালা ও তাই- শ্বাস নিচ্ছ বটে, তোমরা বেঁচেও বেঁচে নাই! তোমার মেকী সভ্যতা আজ করুণ চোখে চায়- স্থবির বিশ্ব দাঁড়িয়ে কি আজ খাদের কিনারায়? ধর্ম-কর্ম সবই গেছে; দিন গত পাপ ক্ষয়; রাজা-উজির-মজুর-ফকির সবার মনে ভয়।“
৫ “কোন সে অস্ত্র মারতে পারে করোনা ভাইরাস? খুঁজছ যখন জবাব তখন পড়ছে অযুত লাশ। তোমার অস্ত্র, জ্ঞান, বিজ্ঞান সবই গরল ভেল; ক্ষুদে হলেও আমার কাছে সব কিছুই ফেল। এখন দেখো, কি শক্তিধর এই ক্ষুদে ভাইরাস! যায়না দেখা চোখে। তবু কেমন বিশ্বত্রাস! আমার হাতে মরছে কত নাইকো লেখাজোখা- তবুও জেনো আমি তোমার শত্রু-বেশী সখা। দেখিয়ে দিলাম দম্ভ তোমার কেমন অর্থহীন- বাঁচতে হলে আনতে হবে তোমায় নতুন দিন। এখন আকাশ ধোঁয়াশা হীন, নদী-সাগর জল বর্জ্য বিহীন, সৈকতে বয় বাতাস সুনির্মল। কোভিড ১৯ দেখিয়ে দিল কোন পৃথিবী ভালো- এই কথাটা মনে রেখে আশার প্রদীপ জ্বালো। প্রকৃতিকে বন্ধু ভাবো, জাগাও জীবনবোধ- নইলে আসবে নতুন কোভিড, গড়তে প্রতিরোধ”!
সিডনি, ২০ এপ্রিল, ২০২০
মোহাম্মদ আবদুর রাযযাক, সিডনি
|