bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia













প্রতিভার সন্ধানে নৃত্যাঞ্জলী ২০২৪


ড. রতন কুন্ডুঃ নৃত্যাঞ্জলী ডান্স একাডেমী সিডনি-ভিত্তিক এক শুদ্ধধারার সাংস্কৃতিক সংগঠন। সংগঠনটি বিগত বিশ বছর যাবত নৃত্য পরিচালনার পাশাপাশি গান, মঞ্চনাটক, শ্রুতি নাটক, গীতি নকশা, নৃত্য-নকশা, পুথি-নকশা, দোল পূর্ণিমা, মহালয়া, কালী পূজা, ইফতার পার্টি, ঈদ পূনর্মিলনী, হোলি-খেলা, বসন্ত উৎসব, বর্ষবরণ সহ অন্যান্য দেশজ অনুষ্ঠানের আয়োজন করে আসছে।

এবারে নৃত্যাঞ্জলী ২০২৪ এ একটি ব্যতিক্রমী উদ্যোগ নিতে যাচ্ছে। অস্ট্রেলিয়ায় বাঙালীদের ঘরে ঘরে অনেক প্রতিভা লুকিয়ে আছে। নৃত্যাঞ্জলী সংগীত ও নৃত্যের এই সুপ্ত প্রতিভার খোঁজ ও স্বীকৃতি প্রদানের জন্য “প্রতিভার সন্ধানে নৃত্যাঞ্জলী ২০২৪” শীর্ষক একটি রিয়েলিটি শো এর আয়োজন করতে যাচ্ছে। গত ২২শে জানুয়ারি এ উপলক্ষে নৃত্যাঞ্জলী ডান্স একাডেমীতে সিডনির জনপ্রিয় সংগীত ও নৃত্য শিল্পীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করেছিল।

এই অনুষ্ঠানের ব্যবস্থাপনা ও প্রযোজনায় থাকছেন রাজেশ ও মৌসুমী সাহা। মুল পরিকল্পনা ও প্রধান পৃষ্ঠপোষকতায় শাহে জামান টিটু। পুরো প্রোগ্রামটি সমন্বয় ও পরিচালনা করবেন রতন কুন্ডু। সংগীতে সম্মানিত বিচারক হওয়ার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন সিডনির সংগীত শিল্পীঃ আতিক হেলাল, ড. এহসান, আফরিনা মিতা, অমিয়া মতিন, রোকসানা বেগম, সুপর্ণা মুখার্জী ও অনুলেখা পণ্ডিত। আর নৃত্য বিচারকার্য পরিচালনা করবেন নৃত্যাঞ্জলী ডান্স একাডেমীর কর্ণধার মৌসুমী সাহা, অর্পিতা সোম চৌধুরী, মৌমিতা চক্রবর্তী ও মেঘলা তালুকদার।

প্রস্তুতি সভায় রতন কুন্ডু তাঁর বক্তব্যে প্রোগ্রামের সার্বিক দিক তুলে ধরেন। অনুষ্ঠানে বিচারক মণ্ডলীর সবাই সিডনির বাঙালী কমিউনিটির সকলকে অংশগ্রহণ, সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান। এ ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রোকৌশলী আব্দুল মতিন ও রাজেশ সাহা।

অনুষ্ঠানে অংশগ্রহণ ও সার্বিক তথ্যের জন্য, মৌসুমী সাহা (+61 433 410 550), রাজেশ সাহা (+61 414 951 520) ও রতন কুন্ডুর (+61 414 951 520) সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়। অনুষ্ঠান সমাপ্তির পর সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।






Share on Facebook               Home Page             Published on: 25-Jan-2024

Coming Events:





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far



Blacktown Lakemba Mascot
Minto Money raised so far







Blacktown Lakemba Mascot
Minto Money raised so far