bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia













নৃত্যাঞ্জলী ডান্স একাডেমীর বৈশাখী মেলা ও বর্ষবরণ ১৪৩২
ড. রতন কুন্ডু


গত ১২ই এপ্রিল ২০২৫ নৃত্যাঞ্জলী ডান্স একাডেমী সিডনির ল্যানকেম্বা ইউনাইটিং চার্চে আগাম বাংলা নববর্ষ ও বর্ষবরণের আয়োজন করেছিলো। সিডনির জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এটিতে অংশগ্রহণ করে একটি মিলন মেলার রূপ দিয়েছিলো। নৃত্যাঞ্জলী ডান্স একাডেমীর প্রাণ পুরুষ রাজেশ সাহা ও কর্ণধার মৌসুমী সাহা এ আয়োজনটি করেছিলো।

অনুষ্ঠানটির মুল পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন ড. রতন কুন্ডু। সঞ্চালনায় ছিলেন শুভ্রা সাহা, ঝুটন আচার্য ও রতন কুন্ডু। এ আয়োজনে মঞ্চসজ্জা, প্রবেশ দেউরী ও গ্রামবাংলার মোটিফে ফটো-বুথ করেছিলো কানিতাস্। যন্ত্রসংগীত করেছে আবাহনী অস্ট্রেলিয়া। মিউজিক ও সাউন্ড সিস্টেমে ছিলেন রাজেশ সাহা।

দুপর ১.৩০ মিনিটে মঙ্গল শোভাযাত্রা দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। মঙ্গল শোভাযাত্রা ল্যািকেম্বার কয়েকটি স্ট্রীট প্রদক্ষিণ করে ইউনাইটিং চার্চে সমাপ্ত হয়। এ সময় অংশগ্রহণকারীরা বর্ষবরণ ও দেশের গান পরিবেশন করে র্যা লী করেন। এতে অংশগ্রহণ করেন অংশগ্রহনেঃ অনুলেখা পণ্ডিত, শ্যা মলী দেবরায়, মৌসুমী সানা, মধুমিতা সাহা, নমিতা চৌধুরী, সুপ্তা ভৌমিক, মৌসুমী সাহা, দেবী সাহা, সুচিত্রা কুন্ডু, প্রিয়াস পাল, পূর্ণতা কুন্ডু, অনিতা পাল, ঝুটন আচার্য, রাজেশ সাহা, ও অন্যান্য শিল্পীবৃন্দ।


সমবেত সংগীত এসো হে বৈশাখ এসো এসো, ধনধান্যী পুষ্পে ভরা ও মাঝি নাও ছাইরা দে পরিবেশন করেন নৃত্যাাঞ্জলী, আবাহনী ও অন্যান্য সংগঠনের শিল্পীবৃন্দ।
একক সংগীত পরিবেশন করেন রাণা, অনুলেখা পণ্ডিত, শ্যা মলী দেবরায়, মৌসুমী সানা, মধুমিতা সাহা, সুপ্তা ভৌমিক, শিশু শিল্পী কৃধা সাহা, নন্দিনী ভট্টাচার্য, নিলুফা ইয়াসমীন, অনিতা পাল, গোপা ঘোষ, পাপিয়া দত্ত ও অভিষেক। আবৃত্তি করেছেন পলি ফরহাদ, নমিতা চৌধুরী, নূসরাত জাহান স্মৃতি ও রতন কুন্ডু।

“পহেলা সবার থাক, আসে পহেলা বৈশাখ” গানের সাথে গ্রুপ নৃত্য পরিবেশন করে নৃত্যাাঞ্জলী ডান্স একাডেমী মৌসুমী সাহা, মৌসুমী সানা, সুপ্তা ভৌমিক ও অন্যান্য শিল্পীবৃন্দ। অচেনা বৈশাখ গানের সাথে নাচ করে তৃষা সরকার, আরাধ্যা দেব ও রিয়ানা সানা। কলকল ছলছল গানের সাথে নাচ পরিবেশন করে লিয়ানা ও নোহা। আয় বৃষ্টি ঝেপে গানের সাথে নাচ পরিবেশন করে অপরাজিতা, আরাধ্যা, লিয়ানা ও নোহা। বলি ও ননদী গানের সাথে নাচ পরিবেশন করে শুদ্ধ স্বরলিপি ও আদিত্যয দেব। অচেনা বৈশাখে গানের সাথে একটি অনবদ্য নাচ পরিবেশন করে প্রিয়াঙ্কা সাহা। অনুষ্ঠানে যন্ত্রসংগীত ও সাউন্ড সিস্টেমে সহযোগিতা করেন দেবাশীষ ও রাজেশ সাহা।

অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য পিঠা, পুলি, মিষ্টান্ন, ইলিশ ভাজা-পান্তা ইলিশ সহ হরেক প্রকার দেশজ ব্যঞ্জন দিয়ে মধ্যািহ্নভোজের ব্যবস্থা ছিলো। একটি সার্থক অনুষ্ঠানের জন্য আয়োজকরা আগত সব অতিথি, প্যা ট্রন, স্পন্সর ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়ে রাত সাড়ে আটটায় দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।





ড. রতন কুন্ডু, সিডনি, অস্ট্রেলিয়া






Share on Facebook               Home Page             Published on: 20-Apr-2025

Coming Events: