bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia













বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া
জাতীয় শোক দিবস ২০২১



ড. রতন কুন্ডু: গত ১৫ ই অগাস্ট ২০২১ রোববার বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া একটি ভার্চুয়াল জাতীয় শোক দিবস পালন করেছে। সংগঠনের সভাপতি: ড. রতন কুন্ডুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক: জনাব রফিক উদ্দিনের সঞ্চালনায়, মালিক সাফি জাকি ও ফারিয়া আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানটি উপস্থাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব সুফিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন মাননীয় কনসাল জেনারেল ফর বাংলাদেশ জনাব খন্দকার মাসুদুল আলম ও ঢাকা থেকে যুক্ত হয়েছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপ প্রচার সম্পাদক: জনাব আমিনুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন মেকিউরি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রাক্তন ডিন এমিরিটাস প্রফেসর ড. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্ম গ্রন্থ কোরান, গীতা ও ত্রিপিটক থেকে যথাক্রমে পাঠ করে শোনান ড. নজরুল ইসলাম, পূরবী পারমিতা বোস ও জিনাশীষ বড়ুয়া। দোয়া পাঠ পরিচালনা করেন ড. নজরুল ইসলাম। এরপর বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। ১৯৭৫ এর ১৫ ই অগাস্ট সকল শহীদানদের আত্মার প্রতি সম্মান প্রদর্শন করার জন্য সবাই মৌনমুখে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। অনুষ্ঠানের প্রথম ভাগে বর্তমান প্রজন্মের ইনান ও জয়া তালুকদার বঙ্গবন্ধুর জীবনাদর্শের উপর একটি কথিকা পাঠ করে। আরেক ছোট্ট সোনামনি
মুনতাহার হক মুন বঙ্গবন্ধুকে নিয়ে তার ভাবনা প্রকাশ করে। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক জাতীয় শোক দিবস উপলক্ষে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান।

সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ জনাব আব্দুস সোবহান, জ্যেষ্ঠ সহ সভাপতি জনাব এমদাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মুস্তাফিজ তালুকদার মঞ্জু।

এমিরেটাস প্রফেসর রফিকুল ইসলাম ১৯৭৩ সালে বঙ্গবন্ধু কতৃক দেওয়ানি ও ফৌজদারি আইনের বিশদ পরিমার্জন ও পরিবর্তন করে আমাদের জন্য একটি সঠিক আইন প্রণয়ন করেন। তিনি প্রতিটি আইনের চুল চেরা বিশ্লেষণ করে প্রমাণ করে দেন যে বঙ্গবন্ধু কতটা প্রাজ্ঞ ও দূরদর্শী ছিলেন। এর পর একে একে বক্তব্য রাখেন ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের ওশেন গভর্নেন্স বিভাগের প্রধান অধ্যাপক ড. দাউদ হাসান, একই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ড. কাইয়ুম পারভেজ, গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোয়াজ্জেম হোসেন, ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবু তাহের মল্লিক, বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সভাপতি ড. সিরাজুল হক, বাসভূমি টিভির কর্ণধার লেখক কলামিস্ট আকিদুল ইসলাম, মাতৃভাষা সংরক্ষণ আন্দোলনের পুরোধা শ্রী নির্মল পাল, বিডি হাবের সভাপতি কৃষিবিদ আবুল সরকার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব জাকারিয়া আল মামুন স্বপন, মেলবোর্ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মোল্লা মোহাম্মদ রাশেদুল হক ও সারা অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য থেকে যোগদানকৃত নেতৃবৃন্দ। অনুষ্ঠানের মাঝামাঝি ঢাকা থেকে সংযুক্ত হয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপ প্রচার সম্পাদক: জনাব আমিনুল ইসলাম। তিনি বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামী জীবনের বর্ণনা করে তার উপর আরো গবেষণা করার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়াকে এই অনুষ্ঠান আয়োজনের জন্য বিশেষ ধন্যবাদ জানান।

ড. দাউদ হাসান নদী প্রশাসন, অধিকার ও আন্তর্জাতিক হিস্যা বুঝে নেবার জন্য বঙ্গবন্ধুর ভূমিকার ও অবদানের বিস্তারিত তথ্য উপাত্ত তুলে ধরেন। সে কারণেই ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর আবক্ষ প্রতিমূর্তি প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। তিনি এই মহৎ কাজে জড়িত সবাইকে সাধুবাদ জানান। বলা বাহুল্য এই স্থাপনাটি বহির্বিশ্বে বঙ্গবন্ধুর প্রথম প্রতিমূর্তি। এটি আমাদের আমাদের অনেক গর্বের বিষয়।

প্রধান অতিথির ভাষণে মান্যবর হাই কমিশনার জনাব সুফিউর রহমান প্রতিবছর শোক দিবস পালনের জন্য বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান। তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশের ইতিহাসের পাতায় বঙ্গবন্ধুর অবদান স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। তিনি বলেন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড আপাতদৃষ্টে একটি নাশকতামূলক কাজ মনে হলেও এর পেছনে ছিলো এক গভীর ষড়যন্ত্র। হত্যাকারীরা এই হত্যার মাধ্যমে বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ চেতনা ও আপামর বাঙালির সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তাকে ধ্বংস করে বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলো। কিন্তু তারা তা করতে সমর্থ হয়নি। তার মূল কারণ হলো তাঁরই সুযোগ্য কন্যা আজ দেশের হাল ধরেছে। তলা-বিহীন ঝুড়ির বাংলাদেশ, মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তাই আসুন দেশে বিদেশে আমরা যারা আছি সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।


কনসাল জেনারেল খন্দকার মাসুদুল আলম বিশেষ অতিথির ভাষণে জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তিনি বলেন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডটি ইতিহাসের ঘৃণ্যতম হত্যাকাণ্ড বলে বিবেচিত। তিনি বলেন বঙ্গবন্ধুকে কখনোই বাঙালি জাতির হৃদয় থেকে মুছে ফেলা যাবেনা। তিনি শোককে শক্তিতে পরিণত করার মাধ্যমে জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়তে যার যার অবস্থান থেকে একযোগে কাজ করার অনুরোধ জানান।

আমাদের কথার কর্ণধার পূরবী পারমিতা বোস বঙ্গবন্ধুর উপর একটি কবিতা আবৃত্তি করে সবাইকে মুগ্ধ করেন। শতাধিক লোকের এই ভার্চুয়াল মিটিংয়ে উপস্থিত সবাই কোনো ধরণের যান্ত্রিক ত্রুটি ছাড়াই অত্যন্ত তথ্যবহুল আলোচনার জন্য সন্তোষ ব্যক্ত করেন। সংগঠনের সভাপতি ড. রতন কুণ্ডু যোগদানকৃত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।





Share on Facebook               Home Page             Published on: 17-Aug-2021

Coming Events:



A day full of activities, games and fun.







Lakemba Blacktown Mascot
Minto Money raised so far





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far



Blacktown Lakemba Mascot
Minto Money raised so far







Blacktown Lakemba Mascot
Minto Money raised so far