bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia













একুশে পদক ২০২০ ও একজন গোলাম মুরশিদ
ড. রতন কুন্ডু



বাল্যবন্ধু কামরুন্নাহার মুকুলের বড় ভাই ড. গোলাম মুরশিদ। মুকুল তাঁকে বড়দা ডাকতো বলে আমিও তাঁকে বড়দা বলেই ডাকতাম। আমি উচ্চ শিক্ষার জন্য লন্ডন গেলে তাঁর আর্নসগ্রোভের বাসায় গিয়েছিলাম। সেখানে তাঁর সমস্ত সৃষ্টির সাথে পরিচয় করিয়ে দেন আমাকে। এরপর ২০১৮ সালের বইমেলায় ঢাকা গেলে তাঁর ধানমন্ডির বাসায় গিয়েছিলাম। তিনি তাঁর জাতীয় পুরস্কারপ্রাপ্ত দুটো বই আমাকে দিয়েছিলেন। এবারে তিনি তাঁর সৃষ্টির জন্য এ বছর ভাষা ও সাহিত্যে একুশে পদক পেয়েছেন।

গোলাম মুরশিদ (ইংরেজি: Ghulam Murshid) লন্ডন-প্রবাসী বাংলাদেশী লেখক, গবেষক, সংবাদ-উপস্থাপক এবং আভিধানিক। গোলাম মুরশিদ এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের অধ্যাপক এবং ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) এর সংবাদ-পাঠক এবং উপস্থাপক হিসেবে কাজ করতেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণায় জড়িত ছিলেন। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজ এর একজন গবেষণা-সহযোগী ছিলেন। ভয়েস অব আমেরিকাতে তিনি প্রায়শই কণ্ঠ দিতেন।

১৯৪০ সালের ৮ এপ্রিল বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা গ্রামে ড. গোলাম মুরশিদ জন্মগ্রহণ করেন। বাংলা ভাষা ও সাহিত্যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এ করেছেন। তার প্রথম কর্মজীবন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। প্রায় দু’দশক তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। ১৯৮৪ সালের জানুয়ারি থেকে ২০০৩সাল পর্যন্ত তিনি লন্ডনের বিবিসি বাংলা বিভাগে কাজ করেছেন। এ ছাড়া, ১৯৯১সাল থেকে লন্ডনে একাধিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বর্তমানে অবসর জীবনে প্রধানত লন্ডনেই বাস করেন।


প্রকাশিত গ্রন্থ :
• আশার ছলনে ভুলি (১৯৯৫)
• কালান্তরে বাংলা গদ্য (১৯৯২)
• রাসসুন্দরী থেকে রোকেয়া: নারী-প্রগতির একশো বছর (১৯৯৩)
• সংকোচের বিহ্বলতা (১৯৮৫)
• সমাজ সংস্কার আন্দোলন ও বাংলা নাটক (১৯৮৫)
• বাংলা মুদ্রণ ও প্রকাশনার আদিপর্ব (১৯৮৬)
• Reluctant Debutante: Response of Bengali Women Modernization (১৯৮৩)
• রবীন্দ্র-বিশ্বে পূর্ববঙ্গ পূর্ববঙ্গে রবীন্দ্রচর্চা (১৯৮১)
• স্বাধীনতা সংগ্রামের সাংস্কৃতিক পটভূমি (১৯৭১)
• হাজার বছরের বাঙালি সংস্কৃতি
• The Heart of a Rebel Poet: Life and Letters of Michael Madhusudan Dutt
• বিলেতে বাঙালির ইতিহাস
• রেনেসন্স বাংলার রেনেসন্স
• হিন্দু সমাজ সংস্কার আন্দোলন ও বাংলা নাটক (২০১২)
• উজান স্রোতে বাংলাদেশ (২০০৩)
• মুক্তিযুদ্ধ ও তারপর: একটি নির্দলীয় ইতিহাস (২০১০)
• যখন পলাতক: মুক্তিযুদ্ধের দিনগুলি (১৯৯৩)
• বিদ্রোহী রণ ক্লান্ত (২০১৮)


সম্পাদনা :
• বিদ্যাসাগর (১৯৭০)
• বৈষ্ণব পদাবলী প্রবেষক (১৯৬৮)
• Bengali-English-Bengali Dictionary (১৯৮৮)
• বাংলা একাডেমী বিবর্তনমূলক বাংলা অভিধান (২০১৪)[২][৪]


সম্মাননা :
• প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার (১৪১২)
• বিদ্যাসাগর বক্তৃতামালা প্রদান, কলকাতা বিশ্ববিদ্যালয় (১৯৭৩)
• বাংলা একাডেমী পুরস্কার
• একুশে পদক (২০২০)





ড. রতন কুন্ডু, সিডনি, অস্ট্রেলিয়া






Share on Facebook               Home Page             Published on: 8-Feb-2021

Coming Events:



A day full of activities, games and fun.







Lakemba Blacktown Mascot
Minto Money raised so far





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far



Blacktown Lakemba Mascot
Minto Money raised so far







Blacktown Lakemba Mascot
Minto Money raised so far