bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












এই লিংক থেকে SolaimanLipi ডাউনলোড করে নিন



সারগাম এর উদ্যোগে
১৬ই ডিসেম্বর সিডনিতে মহান বিজয় দিবস উদযাপিত


বিজয়ের আনন্দে মেতে উঠেছে সারগাম সিডনি। সপ্তাহের মাঝখানে বিজয় দিবস উদযাপন করা সহজ নয়। সাধারণত প্রবাসে জাতীয় দিবসগুলি সপ্তাহ শেষের ছুটির দিনেই উদযাপিত হয় কিন্তু বিজয়ের আনন্দ বিজয় দিবসেই চমৎকার ভাবে পালন করলো সারগাম। সারাদিন কাজ করে সন্ধ্যায় অনুষ্ঠান করা অনেক কষ্টের কাজ কিন্তু বিজয় দিবসের আনন্দে মেতে উঠতে পিছপা হয়নি সারগামের সদস্যরা।

বিজয় দিবসে সারা বিশ্বের সকল বাংলাদেশীরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমানের নেতৃত্বে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর এই দিনে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। আজ মহান বিজয় দিবসের ৪৪ বছর পূর্ণ হলো।

সারগাম কালচারাল সোসাইটি সিডনি গতবারের মত এবারও বিজয় দিবস পালন করেছে ১৬ই ডিসেম্বরেই, হরাইজন থিয়েটার সিডনি'র হলে। অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারপর ছিল কবিতা, গান, নৃত্য ও যন্ত্র সংগীত। এবারে সংগীত পরিবেশন করেন রাহুল হাসান, সোহেল কবির এবং তানিম খান, কবিতা ও নৃত্য পরিবেশন করেন ফারজানা হাসান, সরোদ এ তানিম খান, তবলায় অভিজিত দান এবং পিয়ানোতে জছিন্ত সন্তামারিয়া। দেশের দুস্থ মানুষের জন্য সবাইকে ভালবাসা এবং সাহায্য সহযোগিতা হাত বাড়ানোর আহবান জানিয়ে গান শুরু করেন রাহুল হাসান। অনুষ্ঠানের শেষ গান ছিলো সমবেত কণ্ঠে আমি বাংলার গান গাই। সারগামের পক্ষ থেকে অনুষ্ঠান শেষে সবার জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা ছিল।

সারগাম কালচারাল সোসাইটি রাহুল হাসান এর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসছি তে ১৯৯৮ সালে গঠিত হয়। রাহুল হাসান তখন নাট্যকলা ও সংগীত বিভাগের ছাত্র। কিছু দিনের মধ্যেই সারগাম বাংলাদেশের নামকরা সাংস্কৃতিক সংগঠনে পরিণত হয়। কিন্তু ২০০৪ সালে রাহুল হাসান উচ্চশিক্ষার জন্য সিডনি তে চলে এলে, সারগামের কার্যক্রম স্থগিত থাকে। ২০১৪ সালে তিনি সিডনিতে সারগাম এর কার্যক্রম আবার শুরু করেন এবং নিয়মিত না হলেও বছরে কিছু কিছু অনুষ্ঠানে আয়োজন করেন।

বিস্তারিত তথ্য, সংগীত তালিম ও সারগাম এর সদস্য হওয়ার জন্য যোগাযোগ করুনঃ
রাহুল হাসান এবং ফারযানা হাসান ০৪৩৪৪৬৬৯৬৯
ইমেইলঃ rahulhasan@live.com.au
sargamsydney@gmail.com





Share on Facebook               Home Page             Published on: 18-Dec-2015

Coming Events:
বৃষ্টির সম্ভাবনার কারণে মেলার তারিখ ১ দিন পিছিয়ে ২১ এপ্রিল ২০২৪ (রবিবার) করা হয়েছে......




A day full of activities, games and fun.







Lakemba Blacktown Mascot
Minto Money raised so far





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far



Blacktown Lakemba Mascot
Minto Money raised so far







Blacktown Lakemba Mascot
Minto Money raised so far