bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia














তুমি সূর্যসন্তানঃ এক উজ্জ্বল বাতিঘর
পূরবী মৈত্র

দক্ষিণ আফ্রিকার সূর্যসন্তান
জাগো একবার, জাগো ম্যান্ডেলা।
পৃথিবীকে জানিয়ে দাও, ঘৃণার বদলে সংহতি
হিংস্রতার বদলে সহিষ্ণুতা, অন্যায়ের বদলে ন্যায়
স্বার্থ-বাদী অপরাজনীতিকে হেনেছ আঘাত।
রবেনদ্বীপের সেই জন-মানবহীন কয়েদ খানায়
ঝরে গেল জীবনের সাতাশটি বসন্ত। দৃঢ় প্রত্যয় নিয়ে
কাটিয়ে দিলে নির্জন কারা প্রকোষ্ঠের দিনগুলি;
ধ্যানমগ্ন ঋষি তুমি।
প্রজ্ঞা ও প্রশান্তিতে তোমার হৃদয় ছিল আলোকিত;
সাদা মনের মানুষ তুমি; লড়াই করলে কালোদের জন্য -
বর্ণবাদের বিরুদ্ধে।
আফ্রিকা কাঁদছে, না শুধু আফ্রিকা নয়
কাঁদছে গোটা বিশ্ব।
বর্ণবাদের হোলো অবসান, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের বৈষম্য।
সংকীর্ণদের জায়গাটি ভুলে, ভাবলে গোটা বিশ্বকে নিয়ে।
রংধনু রাষ্ট্র হবে, নানা ধর্ম-বর্ণের মানুষ থাকবে ঐক্যের বন্ধনে আবদ্ধ।
সমঝোতার মাধ্যমে তুমি জয়ী হলে
গান্ধিজীর অনুসারী; হলে বাপুজীর শিষ্য।
তুমি জনগণের মানুষ , জনগণের কাছেই ফিরে এলে মাদিবা।
ইতিহাসের একটি পাতা খসে পড়লো।
না, সেতো হারিয়ে যায়নি। শান্তির প্রতীক নেলসন ম্যান্ডেলা
মূহুর্মূহু তোমাকে জানাই প্রণাম।
তোমার আশীর্বাদে অভিষিক্ত করো।
হে, শান্তির মহানায়ক, অবিসংবাদিত নেতা!
(সারাবিশ্বে) মানবিক মূল্যবোধের আজ বড় প্রয়োজন
নিভে গেলে তুমি
মূল্যবোধ যখন শূন্যের কোঠায়।
তুমি এসো প্রতি ঘরে ঘরে, মধুময় হোক এ পৃথিবী
এঁকে রাখি তারই আলপনা।

(নেলসন ম্যান্ডেলার মহাপ্রয়াণে রচিত)




Share on Facebook               Home Page             Published on: 14-Jan-2014

Coming Events:





A day full of activities, games and fun.







Blacktown Lakemba Mascot