bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia

ছাত্রলীগ এবং ছাত্রদলের প্রভাতফেরী



ছাত্রলীগ অষ্ট্রেলিয়ার সভাপতি সরদার বেলাল হোসেনের নেতৃত্বে ২১শে ফেব্রুয়ারী ১২ টা ১ মিনিটে একটি প্রভাতফেরী এসফিল্ড পার্কে পৌছে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে। পরে সেখানে একটি পথ সভা আনুষ্ঠিত হয়।




একুশের প্রথম প্রহরে বাংলাদেশ জাতীয়তাবাদীদল অস্ট্রেলিয়ার যুগ্ম আহ্বায়ক মোসলেহউদ্দিন আরিফের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বি.এন.পি অস্ট্রেলিয়া, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, জাসাস, জিয়া পরিষদ এসফিল্ড পার্ক শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে। এর পর শহীদ মিনারের পাদদেশে একটি আলচনা সভা অনুষ্ঠিত হয়।

এই প্রভাতফেরী এবং আলোচনা সভাকে কেন্দ্র করে গত বছরের মত এবারও কিছু গোলোযোগের খবর পাওয়া গেছে। একুশে একাডেমীর নেতৃত্বে এসফিল্ড কাউন্সিলের সহযগিতায় নির্মিত হয়েছে এই শহীদ মিনার। এই মিনারের ব্যবহার সম্পর্কে কিছু নীতিমালা প্রনয়নের দায়িত্বও তাদের ওপর বর্তায়। আমাদের নিজেদের কলহের কারনে আন্যান্য জায়গার মত এসফিল্ড পার্কও আমাদের জন্য বন্ধ হয়ে যাক তা ছাত্রলীগ ও ছাত্রদল সহ আমাদের কমিউনিটির কারোই কাম্য নয়।




Share on Facebook               Home Page             Published on: 1-Mar-2010

Coming Events: