bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia













অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও
মিডিয়া ক্লাবের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত



প্রেস রিলিজঃ অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাব অস্ট্রেলিয়ার প্রবাসী সাংবাদিক, কর্মী, সম্পাদক ও কলামিস্টদের সবচেয়ে বড় সংগঠন বলে পরিচিত ও সম্মানিত। সারা অস্ট্রেলিয়া জুড়ে ছড়িয়ে থাকা এবং প্রায় ২০টিরও বেশী সংবাদ মাধ্যম ও ফ্রি ল্যান্সারদের নিয়ে গঠিত ব্যাপক প্রভাবশালী এই সংগঠনটি অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশীদের অহংকার ও সাফল্য।

শুধুমাত্র প্রফেশনালদের নিয়ে গঠিত অস্ট্রেলিয়া বাংলাদেশ মিডিয়া ও প্রেস ক্লাব ২০১৬ সালে সৃষ্টি হলেও গত বছর প্রাতিষ্ঠানিক রূপ পায়। এরই ধারাবাহিকতায় গত ১লা সেপ্টেম্বর ২০১৯, বিকেল ৭ টায় সিডনির রকডেলে এক রেস্টুরেন্ট হলে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাব-এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২০১৯-২০২০ অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রহমতউল্লাহ, সংগঠনটির অন্যতম সদস্য শাখাওয়াত নয়নের প্রাণবন্ত উপস্থাপনের মাধ্যমে সভাটি সংবাদমাধ্যম কর্মীদের মিলন মেলায় পরিণত হয়। ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ ইকবাল টুটুল সংগঠনটির গত এক বছরের কার্যকলাপ এবং কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ আর্থিক প্রতিবেদন তুলে ধরেন। দু’টি রিপোর্টের উপর আলোচনা করেন, জন্মভূমি টেলিভিশনের কর্ণধার রেজা আরেফিন, মুক্তমঞ্চের সম্পাদক আল নোমান শামিম, বাংলাকথার শফিকুল আলম, বাংলাবার্তার আসলাম মোল্লা। সভাপতি রহমত উল্লাহ সংক্ষিপ্ত বক্তব্যর মাধ্যমে গত বছরের কার্যক্রম তুলে ধরেন এবং সেই সঙ্গে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং এস বি এস বাংলা রেডিওর প্রধান কর্ণধার আবু রেজা আরেফীনকে নির্বাচন কমিশনার হিসেবে ঘোষণা দেন। উপস্থিত সবার সম্মতিক্রমে প্রত্যক্ষ সিলেকশনের মাধ্যমে ২৭ জন নির্বাহী সদস্য নিয়ে একটি পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার। উপস্থিত সকলে করতালির মাধ্যমে নতুন কমিটিকে স্বাগত জানান। পূরানো কমিটির সভাপতি রহমত উল্লাহ এবং সাধারণ সম্পাদক ইউসুফ ইকবাল টুটুল নতুন কমিটির পুনরায় সভাপতি এবং সাধারণ সম্পাদক পুনঃ নির্বাচিত হন। অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাবের ২০১৯-২০২০-এর পূর্ণাঙ্গ সদস্য তালিকা:

সভাপতিঃ মোহাম্মদ রহমতুল্লাহ (বিদেশ বাংলা টিভি), সহসভাপতিঃ ডঃ শাখাওয়াত নয়ন (কলামিস্ট), শফিকুল আলম (বাংলাকথা অনলাইন), কাজী সুলতানা সিমি (কলামিস্ট), সাধারণ সম্পাদকঃ ইকবাল ইউসুফ টুটুল (সম্পাদক, প্রবাসবাংলা অনলাইন), যুগ্ম সাধারণ সম্পাদকঃ সোলেইমান দেওয়ান (প্রকাশক, প্রভাতফেরী পত্রিকা), কোষাধক্ষ্যঃ আবুল কালাম আজাদ (সম্পাদক, নবধারা অনলাইন), সাংগঠনিক সম্পাদকঃ এস এম আমিনুল ইসলাম রুবেল (প্রতিনিধি, সময় টিভি, ঢাকা), গণ-সংযোগ সম্পাদকঃ আরিফুর রহমান (সম্পাদক, প্রশান্তিকা অনলাইন), সাংস্কৃতিক সম্পাদকঃ মোঃ তুষার খান (জন্মভূমি টিভি), সদস্যগনঃ অজয় দাশগুপ্ত (কলামিস্ট), ডঃ আবুল হাসনাত মিল্টন (কলামিস্ট, প্রদায়ক সম্পাদক), আসলাম মোল্লা (সম্পাদক, বাংলাবার্তা), আব্দুল মতিন (সিডনিবাসী-বাংলা অনলাইন) সাহাদাত মানিক (প্রিয় অস্ট্রেলিয়া অনলাইন), আল নোমান শামীম (সম্পাদক, মুক্তমঞ্চ পত্রিকা), আতিকুর রহমান শুভ (সম্পাদক, প্রশান্তিকা অনলাইন), আবু তারিক (সম্পাদক, সিডনি বেঙ্গলীজ অনলাইন), আসওয়াদুল বাবু (প্রতিনিধি, চ্যানেল আই, ঢাকা), হাসনা হেনা (মিডিয়া ব্যক্তিত্ব, পার্থ), আকাশ দে (এটিএন বাংলা), এলিজা টুম্পা (আরঙ্গ অনলাইন), নাদেরা নদী (কলামিস্ট), বেলাল হোসেন (প্রতিনিধি, জয়যাত্রা টিভি, ঢাকা), নাফিউল ইসলাম (মেলবোর্ন রেডিও), মাসুম বিল্লাহ (প্রতিনিধি, নিউজ ২৪ ঢাকা), সৈয়দ আকরাম (জন্মভূমি অনলাইন)। উল্লেখ্য, সংগঠনটির সাথে ৬৬জন মিডিয়া ব্যক্তিত্ব জড়িত আছেন।









Share on Facebook               Home Page             Published on: 15-Sep-2019

Coming Events:





A day full of activities, games and fun.







Blacktown Lakemba Mascot