bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia













সিডনিতে “পড়ুয়ার আসর” এর
ঈদ পুনর্মিলনী ও নববর্ষ উদযাপন




২১শে এপ্রিল ২০২৪ রবিবার দুপুরে, সিডনির ইঙ্গেলবার্ন রিজার্ভের পিকনিক পয়েন্টে “পড়ুয়ার আসর” এর আয়োজনে উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলন ও বাংলা নববর্ষ উদযাপন করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল সাংগঠনিক আলোচনা। এই পর্বে কোষাধ্যক্ষ রওশন পারভীন বিগত বছরে পড়ুয়ার আসরের আয়-ব্যয় বিবরণী উপস্থাপন করেন। এছাড়া পড়ুয়ার আসরের পরবর্তী পাঠ পর্ব ও সাহিত্য আসর এবং বর্ষপূর্তি অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েও সকল সদস্য আলোচনায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনের সদস্য রোকেয়া আহমেদের প্রথম বই “আরশিতে মুখ” নিয়ে ছিল একটি বিশেষ অনুষ্ঠান। নাসরিন মোফাজ্জলের সঞ্চালনায় বইটি নিয়ে আলোচনা করেন সংগঠন সদস্যরা এবং প্রথমবার বই প্রকাশিত হওয়ার জন্য রোকেয়া আহমেদ কে সংগঠন থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এই পর্বে কবিতা আবৃত্তি করেন নুরুন্নাহার বেগম বিউটি ও মোর্শেদুল মাহবুব শান্ত। “আরশিতে মুখ” নিয়ে আলোচনায় অংশ নেন গামা আব্দুল কাদের, সংগঠক শাহাদাত হোসেন, সফিকুল আলম, নোমান শামীম এবং শামীম হাসান। বইপাঠের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি অজয় দাশগুপ্ত। তিনি পড়ুয়ার আসরের পক্ষ থেকে রোকেয়া আহমেদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠক ও সাংবাদিক আবু তারিক এবং নাঈম আবদুল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই পর্বের সমাপ্তি ঘোষণা করেন নাসরিন মোফাজ্জল।

সংগঠনটির অন্যতম সদস্য পারভীন বলেন, “আমরা ১৬ জন নারী মিলে বই পড়া এবং পড়ার অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি দেশীয় সংষ্কৃতির চর্চা ধরে রাখার জন্য ছোট আঙ্গিকে দেশীয় অনুষ্ঠান উদযাপন করি নিজেদের অর্থেই। আমরা যেন শুদ্ধ ধারায় একটি সংগঠন চালাতে পারে সেই দিকে সবাই সচেষ্ট থাকি। আমাদের প্রায় দু' বছর হয়ে গেলো, এরই মধ্যে আমরা কয়েকটি অনুষ্ঠান করেছি এবং সামনে আমাদের আরো কিছু অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে।”

অনুষ্ঠানে ছিল নানা পদের দেশীয় নাস্তা সহ দুপুরের খাবারের আয়োজন।

উল্লেখ্য পড়ুয়ার আসর একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন যার সদস্যরা প্রতি দুই মাসে নিয়মিত পাঠপর্ব পরিচালনা করা ছাড়াও জন্মলগ্ন থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতি ও সেবা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।








Share on Facebook               Home Page             Published on: 24-Apr-2024

Coming Events:



Lakemba Blacktown Mascot
Minto Money raised so far





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far



Blacktown Lakemba Mascot
Minto Money raised so far







Blacktown Lakemba Mascot
Minto Money raised so far