bangla-sydney













নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
সংগঠনের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন




অস্ট্রেলিয়ায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অজি এনএসইউয়ার্স অ্যাসোসিয়েশন (OzNSUers) প্রতিষ্ঠার ১২তম বছর সাফল্যের সাথে সম্পূর্ণ করেছে। এই মাইলফলক উদযাপন উপলক্ষে সংগঠনের পরিচালনা কমিটি গত ২৫শে ফেব্রুয়ারি ২০২৪, একটি বর্ণাঢ্য সমুদ্র ভ্রমণের আয়োজন করে। অস্ট্রেলিয়ায় নানা প্রান্ত থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের পরিবারসহ এ উদযাপনে অংশ নেয়।

এদিন সকাল থেকেই অতিথিরা পরিবার সহ পৌঁছে যায় বিখ্যাত সিডনী হারবার ব্রিজের নিচে, সবাই মিলে সমুদ্র ভ্রমণের উদ্দেশে। ঠিক বেলা বারোটায় সবাইকে নিয়ে ক্রুজ শিপের যাত্রা শুরু হয়। এই উদযাপন এবং পুনর্মিলনী তে সবাইকে স্বাগত জানান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাজিম তারেক। ভ্রমণটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সহসভাপতি নাহার এ দিশা এবং নির্বাহী সদস্য আবীর হারুনী।

বর্ণীল দিনটি শুরু হয় অস্ট্রেলিয়ার আদিবাসীদেরকে সম্মান জানিয়ে। ক্রুজ শিপটি ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে অস্ট্রেলিয়ার বিখ্যাত অপেরা হাউজের দিকে। একদিকে সুদৃশ্য হারবার ব্রিজ, অন্যদিকে অপেরা হাউজ দেখতে দেখতে অতিথিদের আনন্দ আরো দ্বিগুণ করতেই যেন সিডনির আকাশও ছিল ঝকঝকে নীল, যার প্রতিফলনে নীলচে সবুজ সমুদ্র আরো উজ্জ্বল হয়ে উঠেছিল।

এই পুনর্মিলনীর একটি বিশেষ সাফল্য ছিল অস্ট্রেলিয়ায় অন্যান্য রাজ্য থেকে আসা নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। তাদেরকে বিশেষ ধন্যবাদ জানান সংগঠনের পরিচালনা কমিটির সকল সদস্য।

অতিথিদের আপ্যায়নে পরিবেশন করা হয় মুখরোচক খাবার ও পানীয়, ছিল ব্যান্ডদলের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা।

মনোরম পরিবেশে অতিথিদের জন্য নানা আয়োজনের মধ্যে ছিল, র্যা ফেল ড্র, সেরা পোশাকের জন্য পুরস্কার, ছোটমনিদের জন্য নানারকম আনন্দ আয়োজন।

সংগঠনের সভাপতি শামস মওদুদ তার সংক্ষিপ্ত বক্তব্যে অজি এনএসইউয়ার্স অ্যাসোসিয়েশনের বিগত বারো বছরের যাত্রায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সকল প্রাক্তন শিক্ষার্থী সদস্য এবং তাদের পরিবারকে ধন্যবাদ জানান। তিনি আরো উল্লেখ করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যেকোন প্রাক্তন শিক্ষার্থীর জন্য যেকোন সাহায্যে এই সংগঠনটি সবসময়ই এগিয়ে এসেছে।

সহসভাপতি নাহার এ দিশা এবং সাধারণ সম্পাদক তাজিম তারেক ধন্যবাদ জানান সকল প্রতিষ্ঠাতা, সদস্য এবং পৃষ্ঠপোষকদেরকে যারা বিগত বারো বছরে এই সংগঠনে অসামান্য ভূমিকা রেখেছেন। এই পুনর্মিলনীটি আয়োজনে অক্লান্ত পরিশ্রম করেছেন সংগঠনের নির্বাহী সদস্যবৃন্দ মেহেদী রেজা, মৌসুমি চৌধুরী, তাবাসসুম চৌধুরী, বুশরা আহমেদ, মাহমুদা ফারিন, সামিন নেওয়াজ, ফয়সল সিদ্দিক এবং আবীর হারুনী।

২০১১ সালে গঠিত এই এলামনাই এসোসিয়েশন নর্থ সাউথ ইউনিভার্সিটি, বাংলাদেশী এবং অস্ট্রেলিয়ান কমিউনিটির মানুষের উন্নয়নের জন্য, সফল ভাবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও একই ভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে বলে তারা আশাবাদী।

সংগঠনটির ব্যাপারে আরো জানতে চোখ রাখুন: www.oznsuers.org












Share on Facebook               Home Page             Published on: 1-Mar-2024

Coming Events: