bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












এই লিংক থেকে SolaimanLipi ডাউনলোড করে নিন



অনুষ্ঠিত হলো অজিএনএসইউআরস্ এর
এজিএম ২০১৬



সামান্তা ইসলামঃ সিডনিস্থ নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক ছাত্র-ছাত্রীদের সংগঠন অজিএনএসইউআরস্ এর ৬ষ্ঠ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গত ১৯ নভেম্বর। ম্যাকোয়ারী ইউনিভার্সিটির এক হলরুমে অনুষ্ঠিত এই সভায় গত এক বছরের সাংগঠনিক এবং আর্থিক প্রতিবেদন পেশ করেন যথাক্রমে সাধারণ সম্পাদকের কার্যালয়ের পক্ষে নাহিদ কামাল এবং ট্রেজারার নেওয়াজ হাসান। বিদায়ী সাধারণ সম্পাদক সভায় উপস্থিত না থাকায় নাহিদ কামাল সাধারণ সম্পাদকের কার্যালয়ের পক্ষে সংগঠনের এক বছরের কার্যক্রম তুলে ধরেন। প্রতিবেদন দু'টি পেশের পরপর নির্বাচন কমিশনার তৌফিক চৌধুরী পুরনো কমিটি ভেঙ্গে দেন এবং তার কাছে জমা পরা মনোনয়ন পত্রের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করেন। উল্লেখ্য কমিটির কোনও পদেই একাধিক মনোনয়ন জমা না পরায় ভোটিং এর প্রয়োজন পরে নি।

নির্বাচন কমিশনারের ঘোষিত নতুন কমিটি অনুযায়ী বিদায়ী কমিটির প্রেসিডেন্ট সাহিদুর রহমান নতুন কমিটিতেও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে পরিবর্তন এসেছে ভাইস প্রেসিডেন্ট পদে। এখানে আগের কমিটির ট্রেজারার নেওয়াজ হাসান এসেছেন। আগের কমিটির মিডিয়া এন্ড কমিউনুক্যাশন সেক্রেটারি মাহফুজুর রহমান রানা তার স্থলাভিষিক্ত হয়েছেন। আর ভাইস প্রেসিডেন্ট হিসেবে এতদিন দায়িত্ব পালন করে আসা আসাদ জামান সংগঠনটির স্ট্রেটেজি এন্ড স্পনসর বিষয়ক পরিচালক পদটি লাভ করেছেন। পরিবর্তন এসেছে সেক্রেটারি জেনারেলের পদেও। সেখানে আগের কমিটির কালচারাল সেক্রেটারি নাহিদ কামাল মনোনীত হয়েছেন। তাকে সঙ্গ দেবেন দু'জন জয়েন্ট সেক্রেটারি জেনারেল যথাক্রমে শামস্ মওদুদ এবং আলকায়েত হোসেন। উল্লেখ্য শাম্স এবং আলকায়েত উভয়েই বিদায়ী কমিটিতেও ছিলেন।

এ'ছাড়া আগের কমিটির আরও যারা নতুন কমিটিতেও রয়ে গেছেন তারা হচ্ছেন, লজিস্টিক্স এন্ড ওপারেশনস্ সেক্রেটারি পদে নওরোজ মঈন, মিডিয়া এন্ড কমিউনুকেশন সেক্রেটারি পদে সামান্তা ইসলাম, মিডিয়া এন্ড কমিউনুকেশন জয়েন্ট সেক্রেটারি পদে তানভীর শহীদ, স্পোর্টস্ জয়েন্ট সেক্রেটারি পদে কামরান আলী, এক্সটার্নাল এ্যাফার্স সেক্রেটারি পদে রিসাত হুসাইন এবং ইনফরমেশন টেকনলজি সেক্রেটারি পদে তাজিম তারেক।

এবারের কমিটিতে বেশ কিছু নতুন মুখেরও সমাগম ঘটেছে। তারা হলেন এ্যাসিস্টেন্ট ট্রেজারার পদে নাশ আলম,কালচারাল সেক্রেটারি পদে লওরা ফারিয়া, কালচারাল জয়েন্ট সেক্রেটারি পদে শাহরুখ নাজনীন, কমিউনিটি ডেভেলপমেন্ট সেক্রেটারি পদে মেহেদি রেজা, কমিউনিটি ডেভেলপমেন্ট জয়েন্ট সেক্রেটারি পদে শাওনী রহমান, স্পোর্টস্ সেক্রেটারি পদে এম এ ফরহাদ এবং ইনফরমেশন টেকনলজি জয়েন্ট সেক্রেটারি পদে সরদার ফেরদৌস সাদিক।

পুরাতনে আর নতুনে মিলে অভিজ্ঞতা আর নতুন চিন্তায় সংগঠনটিকে সাফল্যের পরবর্তী পর্যায়ে নিয়ে যাবে - এমনটাই সিডনিবাসি সাবেক এনএসইউআরদের প্রত্যাশা।




মিডিয়া এন্ড কমিউনুকেশন
অজিএনএসইউআরস্




Share on Facebook               Home Page             Published on: 28-Nov-2016

Coming Events:



A day full of activities, games and fun.







Lakemba Blacktown Mascot
Minto Money raised so far





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far



Blacktown Lakemba Mascot
Minto Money raised so far







Blacktown Lakemba Mascot
Minto Money raised so far