ভালোবাসা অপরাজিতা
ভেবেছি উৎসব করে বলবো ভালোবাসি। হোলির উন্মত্ত খেলায় রঙিন হয়ে মেলে ধরবো বন্ধ বইয়ের খোলা পাতা। তুমি একটা একটা করে পাতা উল্টিয়ে পড়বে আর মনের ভিতর-জলে ভাসতে বলবে ভীষণভাবে ভালোবাসতে বলবে।
আশঙ্কায় ভরা বিস্ময়ের বৈতরণীতে বসে সকল আঁধার পার করে ভেবেছি উদযাপন করেই আত্মসমর্পণ করবো তোমার কাছে।
আত্মদ্বন্দ্বের কঠিন পরীক্ষা যেদিন মীমাংসিত হলো উদযাপনের সকল আয়োজন যখন শেষ হলো অনেক সাহস নিয়ে প্রত্যাশার গাছে জল ঢেলে দিলাম। বললাম ভালোবাসি।
ঘণ্টার ঢং ঢং আওয়াজে ফিরে এলাম পৃথিবীতে। ছেদ পড়লো কল্পনার দৃশ্য বুননে, চোখ পড়লো বইয়ের প্রথম পাতায়। ততক্ষণে ছুটির ঘণ্টা পড়ে গেছে তাকিয়ে দেখি ক্লাস রুম ফাঁকা। শূন্যতায় গড়াগড়ি খাচ্ছে ক্লাস রুমটি। ঘণ্টা হাতে দাঁড়িয়ে আছে স্কুল পিয়ন।
আমি স্পষ্ট বুঝতে পারলাম বুকের মধ্যে থেকে যেন এক আশ্বাস এর শব্দ উঠে আসছে তবে সেই দ্বি-প্রাহরিক বাজনার অর্থ বুঝতে পারি না বোঝাতে ও পারি না। শুধুই বেজে যায়। উদযাপন আর হয় না। ভালোবাসাও হলো না।
|