তোমার মাঝে অপরাজিতা
আমার গল্পটা আমিই বলতে চাই। আমার কথাগুলো আমিই জানাতে চাই। আমি তোমাকে যেভাবে দেখেছি, যেভাবে তোমার রূপ রস আর সৌন্দর্যের সুধায় সিক্ত হয়েছি, সেই গল্পগুলো আমার চেয়ে কে ভাল বলতে পারবে? সুনিপুণ তুলির আচরে আমিই তো আঁকতে পারবো সেই পটচিত্র, যেখানে সত্য ইতিহাসের রঙের ছোঁয়ায় ক্যানভাসটা অলংকৃত হয়ে উঠবে শক্ত ফ্রেমে। এই আমিই তো পারবো জাতি ধর্ম নির্বিশেষে রক্তপাতের যে স্রোত, নারীত্ব হারানোর যে বেদনা, থেমে যাওয়ার যে মূহুর্তগুলো, নিদারুণ সত্যের গোপন ক্ষতগুলোর বর্ণহীন দাহে দগ্ধ হবার সেই চিত্রগুলো আমিইতো পারবো নির্মম শব্দ, আর কঠিন রং এর ছোঁয়ায় তার প্রাণ দিতে। আমিই পারবো দক্ষ আঁকিয়ের মত মায়ের কান্না ফিরে পাবার হাহাকার আর নির্মমতার চিত্রগুলো ফুটিয়ে তুলতে। তাই আমিই আমার গল্পগুলো লিখে যেতে চাই। রেখে যেতে চাই নতুন প্রজন্মের কাছে। পুরাণ ইতিহাসের ছবিটা দিয়ে যেতে চাই উত্তরসূরিদের কাছে। রক্তের ভিতর যে সূক্ষ্ম উত্তাপের স্রোত বয়ে যায় তাকে শান্ত করতে চাই। ফেলে আসা স্মৃতির মোড়কে এই আমি শান্ত হতে চাই। তোমার কোলে মাথা ফেলে। তোমার মাটিতে দেহ রেখে।
|