কান পেতে শোনো অপরাজিতা
তুমি হীন তোমার রাজ্যটা শ্মশানের মতো নীরব হয়ে আছে একটা দুটা কষ্ট শুধু চিতার আগুনের মত হঠাৎ হঠাৎ জ্বলে উঠছে রাজ্যহীন এই রাজত্বটায়। তবু সময় কেটে যায় খুব পরিচিত এক নিঃশ্বাসের অপেক্ষায়, কান পেতে থাকি সেই পদধ্বনির, বুকের মধ্যে শুনি সমস্ত ওলটপালটের বাজনা। প্রতিনিয়ত হৃদয়ের মাঝে বেজে উঠে অবহেলার এক ডামাডোল শব্দ, সেই সাঙ্ঘাতিক আওয়াজে আমি ছিটকে পড়ি দূরের ওই রাস্তাটাতে।
আমি বলছি না আমায় তুমি টেনে তুলো আমি বলছি না আমায় তুমি ভালোবাসো। শুধু কান পেতে থাকো, এক নিদারুণ গোঙানির শব্দ শুনতে পারবে। শুধু চোখ বন্ধ করে থাকো, দেখতে পাবে কতটা ক্ষত জমা হয়েছে বুকের বাঁ পাশে, ঘুরপাক খাবে কতগুলো অসাধারণ স্মৃতির মাঝে। আর তখন ভারী চশমা চোখে ভালোবাসার বিনিসুতোটা খুঁজে বেড়াবে, সীমাহীন আকুলতায়, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। আমিহীন আমার রাজত্বে।
|