এই বৈশাখে অপরাজিতা
এই আজকের ১৪২৬ এর বৈশাখে ও সংক্রামিত উন্নতির পরোতে পরোতে নর্দমার কীটদের ছবি দেখি দেখি তাদের নোংরা উল্লাস।
তাই আজকের দিনে আমি আমার রঙিন সাজে সজ্জিত হবার বাসনা পরিহার করলাম।
আজকের দিনে মেলায় মেলায় মেতে উঠবার সাথে সাথে তীব্ৰ আক্ষেপের মাঝে একাত্ম হলাম সবার সাথে শরীরে তুলে নিলাম শোকের আবরণে শান্তির বার্তা।
আজকের দিনে আমি আমার পূর্বপুরুষদের গল্প বলার মধ্য দিয়ে প্রতিবাদের ভিন্ন ভাষা তৈরি করে নিলাম। কালো আর সাদার মাঝে নীরব প্রতিবাদের ইতিহাস রেখে গেলাম।
ধর্ম আর রাজনীতির অচেনা ভাষা ও তার দুর্গম পথ পরিক্রমায় দুর্নিবার হয়ে স্পর্শ করলাম বর্তমান সময়ের মাপে।
এই অস্থির সময়ের মাঝেও স্থির দিক নির্দেশনার প্রত্যাশায় পা রাখলাম এই বৈশাখে, এই ১৪২৬ এ ।
|