একটি নতুন গান নুসরাত সুলতানা

ও মা! তুমি রইবে আজও কোমায়? এই যে দেখো, আমরা সবাই ডাকছি কেমন তোমায়! বন্ধ তোমার দরজাখানি, সব ডাকই তাই বিফল জানি, বায়না তবু আজও সবাই তোমার জন্য জমায়। ও মা! তুমি রইবে আজও কোমায়?
মাগো, তুমি জানো কি আজ মূলে ঢালছে পানি? ব্যস্ত সবাই সেবায়; মনটা খুলে? হাত বাড়িয়ে দিচ্ছে ধনী, যার হাতে নেই টাকার খনি সেও জানো আজ এক হয়েছে বিভেদ সকল ভুলে! ও মা! তুমি দেখবে কি চোখ খুলে?
জানো কি মা? সবাই কি আজ ভাবছে বসে ঘরে? নিজের বলে নেই কিছু নেই, সবাই সবার তরে। দাদা দাদি নেইতো কোনায়, সব্বাইকে গল্প শোনায়, জানলো সবাই মুক্তি মেলে ভালোবাসায় আর ক্ষমায়। ও মা! তুমি রইবে তবু কোমায়?
চলোনা মা, অতীত ভুলে যাই! আবার আমরা জেগে উঠে আশার দীপ জালাই! আবার নতুন ছন্দে নাচি, নতুন নতুন স্বপ্নে বাঁচি, আবার না হয় নতুন করে তোমারেই সাজাই!
না হয় তোমার একতারাতেই একটি নতুন গান বাজাও এবার মিলিয়ে দিতে প্রাণের সাথে প্রাণ। ভুলগুলো সব শুধরে দিয়ে, সব মনের রং মিলিয়ে, সব জাতিরে এক করে দাও ভাঙিয়ে অভিমান। এবার, তোমার একতারাতেই বাজাও ভরে প্রাণ একটি নতুন গান! একটি নতুন গান।
০২.মে.২০২০
নুসরাত সুলতানা, ঢাকা
|