বিজয় তুমি নুসরাত সুলতানা

তুমি চৈত্র মাসের বুকে এক গরম দিনের তাপ, তুমি গাঁয়ের ভেজা মেঠো পথে শিশুর পায়ের ছাপ। তুমি আকাশ কালো মেঘে ঢাকা চাঁদের অস্থিরতা, তুমি অনাহারে লুকিয়ে থাকা মায়ের নীরবতা। তুমি প্রবাসী এক স্বামীর ঘরে ফেরার প্রতিক্ষায়, তুমি শাসন মেনে, ভাষণ মেনে চলার প্রতিজ্ঞায়। তুমি গন্ধ মাখা ফুলের কথায়, সবুজ ও লাল পাতায়, তুমি শীতের শেষে তুলে রাখা নরম নরম কাঁথায়। তুমি ন মাসেতে গর্ভে থাকা শিশুর জন্মদিন, তুমি লাখো শহিদ ভাইয়ের কাছে জাতির করা ঋণ। তুমি সুর ও ছন্দে, বর্ণে গন্ধে আছ বহুদূর, তাই তুমি মুক্তি, তুমি বিজয়, তুমিই ৭১।
০৮.০৪.২০২০ ইং
 নুসরাত সুলতানা, ঢাকা
|