bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia













আসিয়ানে অস্ট্রেলিয়ার বিজনেস চ্যাম্পিয়ন হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডাঃ নূর রহমান



অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি এমপি, ডাঃ নূর রহমানকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে কাজ করার জন্য আসিয়ানের ( ASEAN) 'বিজনেস চ্যাম্পিয়ন' হিসেবে নিয়োগ দিয়েছেন। গত সপ্তাহে আসিয়ান - অস্ট্রেলিয়ার শীর্ষ সম্মেলন চলাকালীন ৫ মার্চ মঙ্গলবার এই ঘোষণা করেন। অস্ট্রেলিয়া এবং আসিয়ান অর্থনীতির জন্য কাজ করার এবং অবদান রাখার এটি একটি খুব বিরল সুযোগ।


অস্ট্রেলিয়ার Southeast Asia Economic Strategy – Invested : Australia’s Southeast Asia Economic Strategy to 2040 এর আওতায় অন্যতম উদ্যোগ হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। বিজনেস চ্যাম্পিয়ন হিসেবে ডাঃ নূর রহমানের ভূমিকা হবে আসিয়ান ও অস্ট্রেলিয়া বিশেষ করে অস্ট্রেলিয়া -ব্রুনাইয়ের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে কাজ করা। অস্ট্রেলিয়া ও আসিয়ানের মধ্যে বৃহত্তর বাণিজ্যিক সংযোগ সহজতর ও বৃদ্ধি করার জন্য বিজনেস চ্যাম্পিয়নদের নিয়োগ দেওয়া হয়েছে। বিজনেস চ্যাম্পিয়নগণ দ্বিপাক্ষিক বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর জন্য সুপারিশ এবং বাস্তবায়ন সহায়তা দেবে।

প্রধানমন্ত্রী আসিয়ানের জন্য ২ বিলিয়ন ডলার বিনিয়োগ অর্থায়নও ঘোষণা করেন। বিজনেস চ্যাম্পিয়নরা আঞ্চলিক অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে বিনিয়োগের সুযোগগুলি চিহ্নিত করা, বৃদ্ধি করা ও সহজতর করার পাশাপাশি অস্ট্রেলিয়ান ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিনিয়োগ সহায়তা দানের মাধ্যমে অস্ট্রেলিয়ান কর্মসংস্থান তৈরিতে সহায়তা করবে।

ডাঃ নূর রহমানের কৃষি, খাদ্য উৎপাদন, বিপণন ও খাদ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন শিল্পে বহু বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে। তিনি আট বছর ধরে ব্রুনেই এর সরকারী প্রতিষ্ঠান ঘানিম ইন্টারন্যাশনাল কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন এবং ব্রুনাই হালাল উৎপাদন সুবিধা এবং গ্লোবাল হালাল ফুড ব্র্যান্ড উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাছাড়া তিনি বাংলাদেশ, যুক্ত রাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে কাজ করেছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার কৃষি খাদ্য বিষয়ে পরামর্শ ও রফতানি-কারক প্রতিষ্ঠান প্রিস্টিন প্যাসিফিক অস্ট্রেলিয়ার নির্বাহী পরিচালক।









Share on Facebook               Home Page             Published on: 12-Mar-2024

Coming Events:

Blacktown Money raised so far