bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia

















অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হয়ে জানাচ্ছি যে আমার শাশুড়ি, মিসেস রাফিয়া হক, আজ (১৫ নভেম্বর ২০২২) ভোরে, বাংলাদেশ সময় সাড়ে ৪ টায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়ান্নাইলাহি রাজেউন। গৌরীপুর নিজ বাসভবনে হৃদপিণ্ডে হঠাৎ আক্রমণ (heart attack) হওয়ার পর উনাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে ডাক্তারদের প্রাণান্ত প্রচেষ্টার পরও উনাকে ফিরিয়ে আনতে ব্যর্থ হন তারা। মৃত্যুকালে উনার বয়স হয়েছিলো ৭৪ বছর। মরহুমা ৫ কন্যা সন্তান ও ১ পুত্র সন্তান রেখে গেছেন।

দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামীন উনাকে জান্নাতে কবুল করুন।

আমার স্ত্রী লাভলী রহমান, আমি এবং আমার স্ত্রীর ছোট ভাই আগামী কাল ১২টায় দেশে পৌঁছবো ইনশা আল্লাহ।

আমার শাশুড়ির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসে দাখিল করেন। আমীন।


নূর রহমান খোকন
ব্রুনাই (অস্ট্রেলিয়া)





Share on Facebook               Home Page             Published on: 15-Nov-2022

Coming Events:

Lakemba Blacktown Money raised so far


*** মেলার তারিখ ১১ মে থেকে পিছিয়ে ১ জুন করা হয়েছে ***



Blacktown Money raised so far