bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia













সিডনিতে কোভিড-১৯ নিয়ন্ত্রণে নতুন বিধিনিষেধ!



সিডনি উত্তরাঞ্চলীয় সৈকত সংলগ্ন এলাকাগুলিতে নতুন ভাবে কোভিড-১৯ সংক্রমণ শুরু হবার কারণে বৃহত্তর সিডনি, ব্লুমাউনটেইন্স এবং সেন্ট্রাল কোস্টে অঞ্চলে নতুন সংক্রমণ নিরোধক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আজ ২০ ডিসেম্বর রাত ১১:৫৯ থেকে ২৩ ডিসেম্বর বুধবার রাত ১১:৫৯ পর্যন্ত -

# বাড়িতে আমন্ত্রিত অতিথি সংখ্যা সর্বোচ্চ ১০ জন করা হয়েছে।

# সব ইনডোর ভেন্যুতে প্রতি ৪ বর্গমিটারে একজন হিসেবে সর্বোচ্চ ৩০০ জন সমবেত হতে পারবে।

# কোন ইনডোর সংগীত অনুষ্ঠান করা যাবে না।

# বিয়ের অনুষ্ঠান ছাড়া ডান্সফ্লোরের ব্যবস্থা করা যাবেনা।

# বিয়ের অনুষ্ঠানের ডান্সফ্লোরে সর্বোচ্চ ২০ জন সমবেত হতে পারবে।

এছাড়াও এই সময়ের মধ্যে কোন বয়স্ক পরিচর্যা-কেন্দ্রে কাউকে দেখতে না যেতে অনুরোধ করা হয়েছে।

২৫ ডিসেম্বর বড়দিন উদযাপনের আগেই কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে নতুন ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের প্রিমিয়ার গ্লেডিস বেরেজিক্লিয়ান!







Share on Facebook               Home Page             Published on: 20-Dec-2020

Coming Events: