নটর ডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভা ও ২০২৫-২৭ এবং নির্বাচন অনুষ্ঠিত
 প্রেস বিজ্ঞপ্তি: গত ২৪শে আগস্ট ২০২৫, রবিবার, সিডনির ঈগল ভেইল সেন্ট্রাল-এ নটর ডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভা ও ২০২৫-২৭ কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. সাজিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সায়মন হোসেন। সভার শুরুতে সভাপতি স্বাগত ভাষণ প্রদান করেন। এরপর সাধারণ সম্পাদক গত দুই বছরের সাংগঠনিক কর্মকাণ্ডের প্রতিবেদন পেশ করেন, যা নির্বাহী কমিটির সদস্যবৃন্দের আলোচনার পর কিছু সংযোজন সাপেক্ষে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
পরে সংগঠনের কোষাধ্যক্ষ জনাব অমল দত্ত সংগঠনের বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন, যা আলোচনা শেষে অনুমোদিত হয়।
সভাপতি তাঁর বক্তব্যে সকল সদস্যকে নিরলস পরিশ্রম ও অবদানের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতের কার্যক্রম নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেন। এরপর তিনি পুরনো কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নির্বাচন কমিশনার জনাব ইমতিয়াজ মর্তুজা-এর নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
পরবর্তীতে সর্বসম্মতিক্রমে ২০২৫-২৭ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নতুন কমিটির পদাধিকারীগণ হলেন:
• সভাপতি: সায়মন হোসেন • সহ-সভাপতি: মোঃ আল আমিন, দেওয়ান নবী পরাগ, মাসুদ হাসান • সাধারণ সম্পাদক: মোঃ রেজাউল ইসলাম মজুমদার • কোষাধ্যক্ষ: অমল দত্ত
নতুন কমিটির নেতৃবৃন্দ নির্বাহী কমিটির সকল সদস্যের সহযোগিতা কামনা করেন এবং সংগঠনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
নবনিযুক্ত সভাপতি সায়মন হোসেন তাঁর বক্তব্যে অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি সংগঠনকে একটি চ্যারিটি প্রতিষ্ঠানে রূপান্তর করার পরিকল্পনার কথা উল্লেখ করেন। পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের সহায়তায় ওয়েবিনার সিরিজ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। বক্তব্যের শেষে তিনি সকলকে ধন্যবাদ জানান এবং সাবেক সভাপতির সফল নেতৃত্বের প্রশংসা করে নতুন দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।

|