নোমান শামীমের ২টি কবিতা
তারাদের কবিতা সন্ধ্যাতারারা কবিতা লেখুক, রমণী ঝাঁপিয়ে পড়ুক তার প্রেমিকের চওড়া বুকে, হালকা গোলাপি লিপিস্টকে ভিজে যাক ফেসবুকের অসহায় তালিবাজ, তুমি শুধু আমার থেকো, তন্বী নিতম্বে ঢেউ তুলে আমার চোখে চোখ রেখে বলো, ভালোবাসি, অনেক ভালোবাসি; তোমার ঘাম-ভেজা মসৃণ পিঠে আশ্রয় খুঁজে ফেরে আমার সবটুকু ভালোলাগা, না লাগা।
১/৯/২০১৮, সিডনি
বড্ড একা থাকার কাব্য এসময় বড্ড একা লাগে, রাতগুলো ঝপ করে নেমে আসে নিঃশব্দ সঙ্কোচে, বাইরে ঝি ঝি পোকাদের ঐকতানের শব্দ কে যেন কোথায়ও আলতো হাতে ঘরের দরজা বন্ধ করছে, সারা আকাশ জুড়ে অসহ্য অন্ধকার, বাড়িতে একমাত্র কুকুরটা টান মেরে ঘুমিয়ে, আমি অথৈবচ, কবিতার কান্নায় একাকী লিখছি বিরহ ও বেদনার অকল্যাণ কাব্য, এসময় আমার বড্ড একা লাগে, তোমার রেশমী হাতের স্পর্শের লোভে কিঞ্চিত ঝুঁকে প্রান্ত কেশের ঘ্রাণ নিতে ইচ্ছে করে, তুমি তখন শ্রান্ত কামুক, অন্য কারো শিহরণ কাব্যে, কিংবা তুমিও হয়ত নিঃসঙ্গ ফেরারি এক, এসময় আমার বড্ড একা লাগে।
১৪/৯/২০১৮, ব্যাংকসটাউন, সিডনি
|