bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












এই লিংক থেকে SolaimanLipi ডাউনলোড করে নিন



সকল মাতৃভাষা সংরক্ষণে
নতুন অধ্যায়ের সূচনা




নির্মল পালঃ গত শনিবার ৩রা সেপ্টেম্বর সিডনির বিশেষ পর্যটনকেন্দ্র খ্যাত বণ্ডাই জাংসনের ওয়েভারলি কাউন্সিল লাইব্রেরীতে ওয়েভারলি ল্যাংগুয়েজ ফেস্টিভাল অনুষ্ঠিত হয়। বিগত ২৬ বছরের ধারাবাহিকতায় প্রতি বছরের মত আয়োজিত এই বার্ষিক আয়োজনের শুরুতে স্থানীয় কাউন্সিলর লিওন গলটসম্যানের পর অনুষ্ঠানের যৌথ-আয়োজক হিসেবে মি নির্মল পাল মাদার ল্যাংগুয়েজ কনসারভেসন মুভমেন্ট ইন্টারন্যাশনাল ইনক এর পক্ষে অংশগ্রহণকারী বিভিন্ন ভাষাভাষীদেরকে আনুষ্ঠানিক ভাবে স্বাগতিক আমন্ত্রণ জানান। তিনি “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”, “মহান ২১শে ফেব্রুয়ারি” এবং এর ঐতিহাসিক প্রেক্ষাপট ও ঐতিহ্য তুলে ধরে বহুজাতিক এই আধুনিক সমাজ ব্যবস্থায় মাতৃভাষার চর্চা, সংরক্ষণের গুরুত্ব উপস্থাপন করে এই ভাষা উৎসবকে ক্ষয়িষ্ণু সকল মাতৃভাষা রক্ষার প্রয়োজনে নতুন এক মাইলফলক হিসেবে মূল্যায়ন করেন। তিনি ইউনেস্কো’র ঘোষিত প্রতি বছর “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উদযাপনের আবশ্যকতার পরিসংখ্যান উপস্থাপনার মাধ্যমে “কনজারভ ইউর মাদার ল্যাংগুয়েজ” শ্লোগানকে সকল মাতৃভাষা সংরক্ষণে এক এবং অভিন্ন চেতনায় উজ্জীবিত করার লক্ষে প্রতিষ্ঠিত পৃথিবীর প্রথম “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ”-এর বিভিন্ন বৈশ্বিক দিক ব্যাখ্যা করেন। প্রতিটি লাইব্রেরীতে ল্যাংগুয়েজ ফেস্টিভালের আয়োজনের উদ্যোগের পাশাপাশি এমএলসি মুভমেন্টের কনসেপ্টের “একুশে কর্নার” প্রতিষ্ঠা করে সকল ভাষাভাষীর সমন্বয়ে সকল প্রশাসনিক ও শিক্ষা প্রতিষ্ঠানে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উদযাপনের মাধ্যমে সকল মাতৃভাষা চর্চা এবং সংরক্ষণের বাস্তবভিত্তিক কার্যকরী পদক্ষেপের প্রতি বিশেষ গুরুত্ব দেন।

এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে জাপানী, কিলিঙ্গন, কালশা, ল্যাটিন, লিথুনিয়ান, তামিল, রাশিয়ান, এস্পারেনটো ও পাঞ্জাবী প্রভৃতি ভাষাভাষীদের ভাষা ও সংস্কৃতি ভিত্তিক বিভিন্ন ধরনের অনুষ্ঠানের পাশাপাশি সংশ্লিষ্ট ভাষার বর্ণমালা প্রদর্শনীতে বাংলা ও বাঙালিদের পক্ষে এমএলসি মুভমেন্টের চেয়ারপারসন নির্মল পাল ছাড়াও নির্বাহী পরিচালক এনাম হক, বিশিষ্ট কলামিস্ট ডঃ রতন কুণ্ড, আব্দুল আউয়াল, সজল রায় এবং মিষ্টি পাল উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এই অনুষ্ঠানের ধারাবাহিকতায় আগামী ৮ই অক্টোবর এবং ১২ ই নভেম্বর যথাক্রমে ক্রয়োডন পার্ক কোরিয়ান কালচারাল সেন্টার এবং রাইড লাইব্রেরীতে ল্যাংগুয়েজ ফেস্টিভাল এসোসিয়েশন এবং এমএলসি মুভমেন্টের যৌথ উদ্যোগে ল্যাংগুয়েজ ফেস্টিভাল অনুষ্ঠিত হবে।





Share on Facebook               Home Page             Published on: 20-Sep-2016

Coming Events:
বৃষ্টির সম্ভাবনার কারণে মেলার তারিখ ১ দিন পিছিয়ে ২১ এপ্রিল ২০২৪ (রবিবার) করা হয়েছে......




A day full of activities, games and fun.







Lakemba Blacktown Mascot
Minto Money raised so far





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far



Blacktown Lakemba Mascot
Minto Money raised so far







Blacktown Lakemba Mascot
Minto Money raised so far