bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












সুন্দর ফন্টের জন্য SolaimanLipi ডাউনলোড করে নিন...


মহান ‘একুশের চেতনা’র বৈশ্বিক প্রাতিষ্ঠানিকতা অর্জনের লক্ষে নতুন পদক্ষেপ “একুশে রেডিও-ক্যানবেরা”
নির্মল পাল


নিজ নিজ মাতৃভাষা চর্চায় উৎসাহিত করার এবং সকলকে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ মাতৃভাষা রক্ষা ও সংরক্ষণের গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেয়ার মহতী ব্রত নিয়ে গত বৃহস্পতিবার ৪ঠা জুন “একুশে রেডিও ক্যানবেরা” নামে একটি রেডিও ষ্টেশন ৯৮.৩ এফএম প্রচার কাজ শুরু করেছে। গত ৩১শে মে‘১৫ প্রখ্যাত সংগীত শিল্পী সুবীর নন্দীর জাঁকজমক অনুষ্ঠানের শেষের দিকে বাংলাদেশ হাই কমিশনার মান্যবর কাজী ইমতিয়াজ হোসেন নেপালি হাই কমিশনার মান্যবর রুদ্র কুমার নেপাল, ডঃ ক্রিস ব্রুক এমএলএ এবং মিঃ দীপক রাজগুপ্ত প্রেসিডেন্ট অস্ট্রেলিয়া-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল-এর উপস্থিতিতে এই রেডিও ষ্টেশনের শুভ উদ্বোধন করেন। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৮-৮.৩০মি এই অনুষ্ঠান স্থানীয় 2XX FM ৯৮.৩ এ প্রচারিত হবে এবং অন লাইনে পৃথিবীর যে কোন স্থান থেকে শোনা যাবে।

মহান একুশের ঐতিহাসিক ভিত্তি, ত্যাগ ও চেতনাকে সকল ভাষাভাষীর উপযোগী ও আকর্ষণীয় করে গ্রন্থনা এবং সকল ভাষাভাষীর নতুন প্রজন্মের সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজ নিজ মাতৃভাষা চর্চায় উৎসাহিত করা এই উদ্যোগের প্রাথমিক লক্ষ। একুশের চেতনার বৈশ্বিক প্রাতিষ্ঠানিকতা অর্জনের একটি কৌশল হিসেবে অনুষ্ঠানের শুরু এবং সমাপ্তি “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি” গানের হামিং থেকে উল্লেখিত এই অংশ টুকুর মিউজিক দিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। মহান একুশের তাৎপর্য এবং একুশে’র আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উত্থানের গৌরবময়, আকর্ষণীয় ও আবেগময় বিষয়গুলি এবং জাতীয় অর্জনের ঐতিহ্যকে ভিত্তি করে অন্যান্য ভাষাভাষীকে নিজ মাতৃভাষা চর্চা ও রক্ষায় উৎসাহিত করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের বৈশ্বিক মিউজিক হিসেবে একুশের গানটির মিউজিক সকল ভাষাভাষীর মধ্যে পরিচিত করে গ্রহণযোগ্যতা সৃষ্টির লক্ষে অনুষ্ঠানের শুরু এবং সমাপ্তিতে একুশের গানের মিউজিক নির্ধারিত হয়েছে। বিভিন্ন ভাষাভিত্তিক প্রতিটি অনুষ্ঠানে সংশ্লিষ্ট মাতৃভাষার ভিত্তি, ব্যাপ্তি, অবস্থান, ব্যবহার, সংস্কৃতি ও অন্যান্য সাদৃশ্য ভাষা ও ভাষাভাষীর সাথে সংশ্লিষ্টতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে তথ্যভিত্তিক আলোচনা ও মতামত প্রাধান্য পাবে। অন্যান্য ভাষাভাষীকে নিজ নিজ মাতৃভাষা চর্চা ও রক্ষায় উৎসাহিত করা এবং বিশেষ করে প্রবাসে বেড়ে উঠা তরুণ প্রজন্মকে একুশের চেতনায় অনুপ্রাণিত করার কৌশল হিসেবে প্রতিটি অনুষ্ঠান শুরুর পর্যায়ে একুশের মিউজিকের পরপরই ইংরেজিতে একজন তরুণ প্রজন্মের ভাষ্য-ধারায় একুশের ঐতিহাসিক প্রেক্ষাপট, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের বার্তা, মাতৃভাষা চর্চার গুরুত্ব নিয়ে থাকবে তথ্যবহুল কিছু কথা। তরুণ প্রজন্মের প্রতিনিধি অরোরা কর-এর কণ্ঠে ধারণ করা তথ্যবহুল ইংরেজি ভাষ্য-ধারার সংশ্লিষ্ট ভাষায় অনুবাদ শুনা যাবে সেই সপ্তাহের নির্ধারিত ভাষার একজন তরুণ প্রজন্মের প্রতিনিধির কণ্ঠে।

মহান ‘একুশের চেতনা’র বৈশ্বিক প্রাতিষ্ঠানিকতা অর্জনের লক্ষে মাদার ল্যাংগুয়েজেস কনসারভেসন মুভমেন্ট ইন্টারন্যাশনাল ইনক এর গৃহীত ব্যাপক প্রচার কৌশল “মাতৃভাষা’র বিশ্ব-পরিবার” বাস্তবায়নে ক্যানবেরাস্থ সমন্বয়কারী দলনেতা ডঃ অজয় কর (০৪২২৩৪০৪৬২)এই সৃজনশীল গণসংযোগ ভিত্তিক প্রচারের উদ্যোগ ও দায়িত্ব গ্রহণ করেন। এই উদ্যোগ সফল হলে ডঃ অজয় কর অস্ট্রেলিয়ার প্রত্যেক স্টেট ও টেরিটরির প্রত্যেকটিতে স্থানীয় সকল ভাষাভাষীকে নিয়ে রেডিও চ্যানেল গড়ে তোলায় দৃঢ় প্রত্যয়ী। ডঃ ক্রিস ব্রুক এমএলএ ডঃ করের সকল ভাষাভাষীর জন্য সমন্বিত এই প্রয়াসের ভূয়সী প্রশংসা করে তাঁর পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস দেন। বাংলাদেশ হাই কমিশনার মান্যবর কাজী ইমতিয়াজ হোসেন ডঃ করের এই সৃজনশীল উদ্যোগের সার্বিক সফলতা কামনা করে তাঁর ব্যক্তিগত ও বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে সকল সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য, অস্ট্রেলিয়ান লাইব্রেরী এন্ড ইনফরমেশন এ্যাসোসিয়েশন (ALIA)তাদের মাসিক প্রকাশনা “INCITE” এ সকল মাতৃভাষা চর্চা ও রক্ষায় মাদার ল্যাংগুয়েজেস কনসারভেসন মুভমেন্ট ইন্টারন্যাশনাল ইনক-এর বৈশ্বিক কর্মকাণ্ডের প্রচারের অংশ হিসেবে ইতিমধ্যে দুইটি নিবন্ধ “Conserve Your Mother Language” এবং “One Small Shelf, One Giant Step Forward” প্রকাশ করেছে।


বাংলাদেশ হাই কমিশনার মান্যবর কাজী ইমতিয়াজ হোসেন রেডিও ষ্টেশনের শুভ উদ্বোধন করেন






নির্মল পাল, সিডনি






Share on Facebook               Home Page             Published on: 17-Jun-2015

Coming Events:





A day full of activities, games and fun.







Blacktown Lakemba Mascot