নটর ডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫
প্রেস বিজ্ঞপ্তি: সিডনি, নিউ সাউথ ওয়েলস – ২১ জুলাই, ২০২৫: নটর ডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (NDCAAA) আনন্দের সাথে জানাচ্ছে যে, তাদের এবারের বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্টটা খুব সফলভাবে শেষ হয়েছে। এটা আমাদের প্রাক্তন ছাত্রদের মিলন-মেলার একটা বড় আয়োজন, যা সবার মধ্যে খেলার আনন্দ আর নিজেদের মধ্যে সম্পর্ক আরও মজবুত করেছে।
এই টুর্নামেন্টে সবাই খুব ভালো খেলেছে এবং দারুণ স্পোর্টসম্যানশিপ দেখিয়েছে। অনেক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জহিরুল হক ও আশিক আহমেদ 'কাপ চ্যাম্পিয়ন' আর রেদওয়ান আহমেদ ও ফারুক হোসেন 'কাপ রানার-আপ' হয়েছে। আর 'প্লেট' বিভাগে তৌফিক আহমেদ ও জুবায়েদ রুবেল 'প্লেট চ্যাম্পিয়ন' এবং তাহসিন খান ও মোঃ হাফিজ আমিন 'প্লেট রানার-আপ' হয়েছে।
আয়োজক কমিটির একজন সদস্য ডা: সাজিদুল ইসলাম বলেন, “এবারের খেলার ফল দেখে আমরা খুব খুশি। খেলোয়াড়দের আন্তরিকতা আর দর্শকদের দারুণ উৎসাহ মিলে একটা দারুণ পরিবেশ তৈরি হয়েছিল।”
আয়োজক দলের আরেকজন গুরুত্বপূর্ণ সদস্য জনাব সাইমন হোসেন বলেন, “এই টুর্নামেন্টটা আমাদের প্রাক্তন ছাত্রদের জন্য একসাথে হওয়া, সুস্থ প্রতিযোগিতায় অংশ নেওয়া আর আমাদের কলেজের পুরনো দিনের বন্ধুত্বগুলোকে নতুন করে খুঁজে পাওয়ার একটা দারুণ সুযোগ। সবার সহযোগিতা আর উৎসাহ সত্যিই ছিল চোখে পড়ার মতো।”
 NDCAAA এই আয়োজন সফল করতে যারা দিনরাত পরিশ্রম করেছেন – ডাঃ সাজিদুল ইসলাম, সাইমন হোসেন, রেদওয়ান আহমেদ এবং শফি – তাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। তাদের সুন্দর পরিকল্পনা আর চেষ্টার কারণেই টুর্নামেন্টটা এতো ভালোভাবে সম্পন্ন হয়েছে। এছাড়াও, আমাদের স্পন্সর রে অ্যান্ড হর্ন, বারদিয়া এবং ক্রেটোস এনার্জি-কে অনেক ধন্যবাদ, যাদের সাহায্য ছাড়া এই টুর্নামেন্ট এতো সফল হতো না।
নটর ডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া সবসময় প্রাক্তন ছাত্রদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখা আর নটর ডেম কলেজের মূল্যবোধগুলো ধরে রাখার জন্য এমন চমৎকার আয়োজন করে যাবে, যাতে আমাদের অ্যালামনাই নেটওয়ার্কটা আরও মজবুত হয়।

|