পরিযায়ী পাখিদের মতো নার্গিস মুঈজ
পরিযায়ী পাখিরা ডানা মেলে দেয় আকাশের গায় দূর দূরান্তে ভেসে যায় বাঁচার তাগিদে উড়ে যায় অচিন ঠিকানায়, তবু উড়ে যায়, তবু উড়ে যায়, নিরাপদ নীড়ের সন্ধানে আশায় আশায়।। মনুষ্য জীবনের আকাঙ্ক্ষারা পরিযায়ী পাখিদের মতো, খুঁজে ফেরে আপন ঠিকানা অজানা অচেনার মাঝে অবিরত নিরন্তর ভবঘুরে ভাবনারা বাসা বাঁধে হৃদয়ের গহীন কোঠায়, যাপিত জীবনে যত ঐশ্বর্য ছিল একদিন সময়ের অমোঘ নিয়মে সকলি বিলীন হয়, তবু দিকভ্রান্ত পথিকের পদচিহ্নের মত হৃদয়ে খোদিত রয়।। বক্ষ বিদীর্ণ দীর্ঘ নিঃশ্বাস কংক্রিটের দেওয়ালে কম্পন তুলে তুলে, ফিরে আসে বার বার বীণার ছন্দে জীবন জাগানিয়া গান হয়ে, জীবন নদীর বাঁকে বাঁকে কত ভাঙ্গা-গড়ার ইতিহাস থাকে তবুও মানুষ স্বপ্ন বীজ বুনে চলে, নিরন্তর খুঁজে ফেরে প্রকৃত ঠিকানা অজানার অন্ধকারে।।
নার্গিস মুঈজ, ঢাকা থেকে
|