bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












এই লিংক থেকে SolaimanLipi ডাউনলোড করে নিন



সিডনিতে নবধারা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত


নাইম আবদুল্লাহ: গত ২৬শে জুলাই (রোববার) ল্যাকেম্বাস্থ রিমেম্বারেন্স হলে সিডনি থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল নবধারা নিউজ ডট নেট এর ঈদ উত্তর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাইভারসিটি ক্যানটারবারী সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র কার্ল সালেহ, কাউন্সিলর মার্ক এ্যাডলার এবং স্ট্রেথফিল্ড সিটি কাউন্সিলর রাজ দত্ত। তারা সবাই অস্ট্রেলিয়ার বাংলাদেশী কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য নবধারা নিউজ পোর্টালসহ অন্যান্য বাংলা নিউজ মিডিয়ার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি অস্ট্রেলিয়ার উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশী কমিউনিটির বিশেষ অবদানের কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে আগত সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবধারার সম্পাদক আবুল কালাম আজাদ খোকন। তিনি বলেন, সাংবাদিক ও সম্পাদকদের মধ্যে যেমন রয়েছে গভীর সম্পর্ক, তেমনি পাঠক ও পত্রিকার মধ্যেও রয়েছে নিবিড় সংযোগ। পত্রিকার উন্নয়নে পাঠকদের গঠনমূলক মতামত ও পরামর্শ অতীব জরুরী। তিনি কমিউনিটির সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

পুনর্মিলনী অনুষ্ঠানে নবধারা নিউজ পরিবার, অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, অনলাইন পোর্টাল ও পত্রিকার সম্পাদক, সাংবাদিকগণ সপরিবারে উপস্থিত ছিলেন।

উপস্থাপনায় ছিলেন, রুহুল আমিন, মুনা মুস্তফা ওরাইসা কাইয়ূম। সুরেলা কণ্ঠে কোরআন তেলওয়াত ও তরজমা করেন ইসলামী বেতারের তৌফিক আহমেদ।

বিশেষ অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান নুসাইবা আজাদ ও রুশমিলা সাজ্জাদ।

সংগীত পরিবেশন করেন, রুহুল আমিন, স্বপ্ন ব্যান্ডের মিঠু ও শিপলু। নৃত্য পরিবেশন করেন পথকলির ছোট্টমনি রূপকথা। যাদু পরিবেশনায় ছিলেন যাদু শিল্পী এম এ মতিন। পুরো অনুষ্ঠানের মিউজিক সরবরাহ করেন শিপলু।

নবধারা নিউজ পোর্টালের বেস্ট ভিউয়ারের পুরস্কার গ্রহণ করেন মিসেস সোয়ান, শারমিন আক্তার ও শায়লা মনি। মেয়েদের পিলো পাসিং-এ সিলভিয়া, ছেলেদের মার্বেল দৌড়ের প্রতিযোগিতায় রাশেদ পুরস্কার গ্রহণ করেন।

নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।









Share on Facebook               Home Page             Published on: 30-Jul-2015

Coming Events:



A day full of activities, games and fun.







Lakemba Blacktown Mascot
Minto Money raised so far





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far



Blacktown Lakemba Mascot
Minto Money raised so far







Blacktown Lakemba Mascot
Minto Money raised so far