“কথা রাখার কথা”র উপর মন্তব্য
মোস্তাফা ভাইয়ের “কথা রাখার কথা” একটা বিশেষ ধরনের লেখা। তার দুই কন্যার যে দূরদেশী মাতামহীর কথা উনি লিখেছেন, সে অভিজ্ঞতা পরিযায়ী মানুষের প্রবাস জীবনে ঘটা বিচিত্র নয়। ভিনদেশী সমাজে বসবাস করার সুবাদে একটা পরিস্থিতি মোস্তাফা ভাইয়ের পরিবার ও এই মাতামহী মহিলাকে কাছে নিয়ে এসেছিল। অস্ট্রেলিয়ায় দ্বিতীয় বার আসার পর মোস্তাফা ভাইয়ের পরিবার ও এই মহিলার (নাম জানতে পারলে ভাল হতো) মধ্যে ফিরতি সাক্ষাৎ এর ঘটনা মর্মস্পর্শী। এখানে ছোট গল্পের আবহ তৈরি হয়েছে। এটাও বুঝতে পারি এই দুই পক্ষের পরবর্তী সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং তাই হয়েছে। মহিলা সম্ভবতঃ না ফেরার ঠিকানা খুঁজে পেয়েছে। পরিযায়ী মানুষের প্রবাস জীবনে এমন ঘটনা জীবনের অভিজ্ঞতার সঞ্চয়কে সমৃদ্ধ করে এবং বিশ্ব-মানবতার উপর আস্থা জোরদার করে।
ফারুক কাদের ডিসেম্বর ৪, ২০২০
|