Keeping in Contact
মোস্তফা আব্দুল্লাহঃবিগত বৎসর দুয়েকর মত সময় জুড়েই প্রতি মাসেই একবার জুমের মাধ্যমে ও একবার করে সবাই মিলে দূরে কিম্বা কাছাকাছি কোথাও গিয়ে দিনটি হাসি আনন্দে কাটানোর আয়োজন করে চলেছে Keeping in Contact (KIC) নামক প্রোগ্রামটি। সিডনীর পশ্চিম অঞ্চল ও হিলস অঞ্চলের বয়স্ক বাঙালী নারী ও পুরুষদের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য রক্ষা ও উন্নতি করনের উদ্দেশে রাজ্য সরকারের আর্থিক অনুদানের আওতায় এই প্রকল্পটি চালিত হচ্ছে। এতে অস্ট্রেলিয়ায় স্থায়ী ভাবে বসবাস কারি যে কোন নারী বা পুরুষ যোগ দিতে পারেন।
আগামীতে জুমের বদলে স্থানীয় কোন একটি মিলনায়তনে নিয়মিত মুখোমুখি মিলিত হওয়ার পরিকল্পনা চলছে ও উপরন্তু প্রতি মাসে একদিন করে দূরে কিম্বা কাছাকাছি কোথাও গিয়ে দিনটি হাসি আনন্দে কাটানোর আয়োজনটি তো চলতেই থাকবে।
আগ্রহী যেকেউ নিম্নোক্ত ফোন নাম্বারে যোগাযোগ করে এই প্রোগ্রামে নিয়মিত যোগ দেয়ার বিষয় সমূহ জেনে নিতে পারেন।
Zannatul Ferdaws: 0423537224
|