গ্লেনউডবাসিদের শীতকালীন পিঠা প্রাতরাশের মিলন মেলা!
মোস্তফা আব্দুল্লাহঃ প্রায় ৩ বৎসর পর কভিডের প্রকোপ কিছুটা থিতু হতেই, বিগত বৎসর গুলির ধারাবাহিকতায় এবারো বিশেষ উৎসাহ ও উদ্দীপনার সাথে সিডনীর উত্তর-পশ্চিমাঞ্চলের সাবার্ব গ্লেনউড এবং আশপাশে বসবাসকারী বাংলাদেশী বংশোদ্ভূত পরিবারবর্গ, তাদের আত্মীয়স্বজন ও নিকট বন্ধুবান্ধবরা গত ২৬শে জুন ২০২২, রোববার এর রৌদ্রস্নাত সকালে, স্থানীয় পার্কে, শীতকালীন পিঠা প্রাতরাশ মিলন মেলায় একত্রিত হন।
বাঙ্গালী গৃহিণীদের স্বহস্তে প্রস্তুত রকমারি উপাদেয় পিঠা-পুলি দিয়ে প্রাতরাশ ও দেশীও আমেজের গল্প-আড্ডার মাধ্যমে সবাই যেন খুঁজে পেয়েছিল ফেলে আসা এক খণ্ড বাংলাদেশের আমেজ।
দুপুর পেরিয়ে যাওয়ার পর, নিজেদের মধ্যে আত্মার বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রয়াসে এই ভাবে বার বার মিলত হওয়ার আকুতি জানিয়ে যে যার ঘড়ে ফিরে যায়।





|