bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia













আমার দেখা অরোরা / মলি আহমেদ



আগের অংশ


হতাশ জিয়া তিন লেয়ার গ্লাভস খুলে অন্ধকারে ক্যামেরা’র সেটিংস নাড়াচাড়া করছে আবার ‘টিপি’র ভিতর ছুটে যাচ্ছে আগুনে হাত গরম করার জন্য। এদিকে আমার মোবাইল ফোন বের করে দেখি সেটাও ঠাণ্ডায় ‘ডিজেবল’ হয়ে গেছে। আমি বললাম ছবি তুলতে পারো আর না পারো আগে অরোরা দেখে নাও। তাই যথেষ্ট। যাই হোক বেচারা অনেক ঘাঁটাঘাঁটির পর সফল হল।


জায়গাটাতে পৌঁছেছিলাম ৭টার মধ্যে। একদম পরিষ্কার আকাশ সহস্র তারা জ্বল জ্বল করে ফুটে রয়েছে সমস্ত আকাশ জুড়ে। অনেক বছর পর সপ্তর্ষিমণ্ডল দেখলাম আকাশে। রাত্রি ৮/৮:৩০ থেকে আকাশে একটু একটু করে অরোরার আগমনীর ঘোষণা শুরু হয়ে গেল। কি দারুণ উত্তেজনা। আকাশের এক প্রান্ত থেকে সাদা মেঘের মতন একটা পথ যেন দিগন্ত জুড়ে দেখা দিল। শুধু তাকিয়ে আছি। আর তার পর পরই একটু একটু করে আকাশে একটা সবুজ আলো ধীরে ধীরে আত্মপ্রকাশ শুরু করল। আকাশে আলোর আনাগোনা শুরু হয়ে গেল। সেই সময় পৃথিবীর আর অন্য কোন কিছুর অস্তিত্ব আছে কি নাই সেটা ভুলে গেলাম। শুধু আমি আর সুদূর ঐ অসীম আকাশ। মুহূর্তে গাঢ় সবুজ আলো আকাশ জুড়ে ছুটাছুটি শুরু করে দিল। এক প্রান্ত থেকে অপর প্রান্ত জুড়ে আলোর নাচন দেখা দিল। একটু পরে তার মাঝে দেখা গেল বেগুনী, গোলাপি, গাঢ় গোলাপি, কমলা বিচিত্র রংয়ের বিপুল সমাহার। আকাশ জুড়ে মন মোহনী এক ঐন্দ্রজালিক খেলা। আর এই আলো সমস্ত আকাশে ছড়িয়ে পরে আবার একটু পরেই সম্পূর্ণ উধাও হয়ে যাচ্ছিল। আর তার একটু পরেই আবার সব রং আলো নিয়ে আকাশ জুড়ে তার বিস্তার শুরু হয়ে গেল। সারাটা সময় এই ভাবেই চলতে লাগলো। আলোগুলি কখনো এক জায়গা থেকে উত্থিত হয়ে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে সমস্ত আকাশে ছড়িয়ে পড়ছিল। কখনো অনেক গুলি রং নিয়ে সমস্ত আকাশ জুড়ে বৃত্তাকারে ঘুরেঘুরে নেচে নেচে বেড়াচ্ছিল। অন্ধকার গভীর কালো রাত্রি তার মাঝে বিচিত্র, অপূর্ব, অকল্পনীয় আলো আর রংয়ের আবেশ জড়িয়ে ধরেছে অসীম আকাশকে। ঠিক মাথার উপরে সবুজ রংয়ের আলোগুলি মনের আনন্দে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একে অপরকে জড়িয়ে ধরছে, কখনো বা নিজেই দিক শূন্য হয়ে উদভ্রান্তের মত নিমেষে নিমেষ পার করে চলে যাচ্ছে অজানার খোঁজে।। সমস্ত আকাশ জুড়ে অলৌকিক আলোর ধারা প্রবাহিত। “কি বিপুল তরঙ্গ’রে”।


এমন সৌন্দর্য যা প্রাণকে স্পর্শ করে আর জল, স্থল, আদি, অন্ত মিশে একাকার হয়ে যায়। আলোর ঝলক, অবিশ্বাস্য সৌন্দর্য, চিরসত্য এই যে জগতের আশ্চর্য লীলা আমার চোখের সামনে অনবরত প্রবাহিত হচ্ছে মনে হচ্ছিল একি সত্য, সকলি সত্য। অপরিসীম এক আনন্দ আকাশ প্লাবিয়া নৃত্যের তালে তালে আমাকে স্পর্শ করে যাচ্ছিল। মনে হয় এর শেষ নাই, এর আদি নাই শুধু আরো, আরো, আরো আছে। “মহিমা তব উদ্ভাসিত মহা-গগন মাঝে”। আমি অকিঞ্চিৎকর এক প্রাণী, আমাকে একি এক প্রাণ সুধায় ভরিয়ে দিয়ে গেল।

আমরা সেদিন রাত ৩টার দিকে বাড়িতে ফিরে আসি। মনের মধ্যে তখনো একটা বিস্ময় ঘুরে বেড়াচ্ছিল। সত্যি দেখেছি অরোরা। সবকিছু কেমন অবিশ্বাস্য লাগছিল। সে রাতটা ঘুমাতে পারছিলাম না। হয়তো এ অলীক স্বপ্ন ভেঙ্গে যাবে!!!

Yellowknifeয়ে টী’র বেশ কিছু বন্ধু-বান্ধবদের সাথে পরিচয় হয়েছিল। সব young talented individuals বেশির ভাগ সব বাইরে থেকে এসেছে। বিভিন্ন কাজে কর্মে এখানে থাকছে। “তোমাদের এখানে ভাল লাগে!!!?? “ সবাই এক বাক্যে বলেছে “হ্যাঁ ভাল লাগে। There is something about North!!”
আমরা ৬দিন ছিলাম ৪দিন অরোরা দেখেছি। ওরা সবাই বলছিল, “এখানে টুরিস্ট’রা আসে ৭/৮দিন থাকে কখনো অরোরা একটু সময়ের জন্য দেখতে পায় কখনো পায় না। আর তোমরা মাত্র ৬দিনের জন্য এসেছ আর ৪দিন Northern Light দেখেছ You people are extremely lucky and must be very special”. সে আর বলতে...




আগের অংশ



মলি আহমেদ, সিডনি, অস্ট্রেলিয়া




Share on Facebook               Home Page             Published on: 24-Jun-2020

Coming Events:
বৃষ্টির সম্ভাবনার কারণে মেলার তারিখ ১ দিন পিছিয়ে ২১ এপ্রিল ২০২৪ (রবিবার) করা হয়েছে......




A day full of activities, games and fun.







Lakemba Blacktown Mascot
Minto Money raised so far





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far



Blacktown Lakemba Mascot
Minto Money raised so far







Blacktown Lakemba Mascot
Minto Money raised so far