|
আমি পৌঁছে গেলাম মুহিব আলম
আমি বসতেই চেয়েছিলাম কিন্তু বসা আর হলোনা ধা ধা গতি সময়ের হাত ধরে এঁকে বেঁকে দূর দেশে চললাম কিছু কিছু দেখলাম কিছু কিছু কিনলাম কিছু কিছু ফেললাম কিছু কিছু বললাম না বসেই না থেমেই শুধু শুধু চলাকেই ভালো মনে করলাম উঁচু নিচু পথ ধরে দ্রুত ছুটে চললাম কিছু কিছু শুনলাম কিছু কিছু জানলাম কিছু কিছু মানলাম ছুটতে ছুটতেই হোঁচট খেতে খেতেই কিছু কিছু বুঝলাম কিছু কিছু শিখলাম কিছু কিছু লিখলাম চলতে চলতেই যা কিছুই শিখলাম তা কিছুই শিখালাম আমি শান্তির কথাই বললাম আমি বসতেই চেয়েছিলাম কিন্তু নিরবধি ছুটতেই থাকলাম ছুটতে ছুটতেই কিছু কিছু ছড়ালাম কিছু কিছু ছিটালাম কিছু কিছু বিলালাম আমি যা কিছুই দেখলাম যা কিছুই বুঝলাম তা কিছুই বুঝালাম মানুষের জন্য কাজ করা শিখালাম জানের মালিকের দাস হতে বললাম আমি চললাম আর ভালো কাজ করে যেতে বললাম আমি চলতে চলতেই কিছু কিছু বাঁধালাম কিছু কিছু সারালাম কিছু কিছু হারালাম আমি চলতে চলতেই বলতে বলতেই ক্লান্ত হয়ে গেলাম কিছু কিছু ছুটলাম কিছু কিছু হাঁটলাম কিছু কিছু দাঁড়ালাম আমি ছুটতে ছুটতেই পথের শেষ মাথায় পোঁছে গেলাম কিছু কিছু হারালাম কিছু কিছু জড়ালাম কিছু কিছু মুড়ালাম ছুটতে ছুটতে কি এক মাটির বিছানায় পোঁছে গেলাম আমি বসতেই চেয়েছিলাম কিন্তু বসা আর হলোনা তবে আমি পৌঁছে গেলাম
|
মুহিব আলম, সিডনি, অস্ট্রেলিয়া
Share on Facebook               Home Page             Published on: 11-Jul-2024
| | |