bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia













শ্রোতাদের গান শোনাতে সুজিত মুস্তফা এখন সিডনীতে


প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুজিত মুস্তফা সিডনীতে পৌঁছেছেন ১৬ই সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায়। আয়োজক সংগঠন মর্মে মম ধ্বনিরে পক্ষ থেকে তাঁকে সিডনি বিমানবন্দরে অভ্যর্থনা জানান আনিসুর রাহমান নান্টু, রাহুল হাসান এবং মমতাজ রহমান চম্পা। আগামী ২১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হবে তার সঙ্গীতানুষ্ঠান।

অনুষ্ঠানের ঠিকানাঃ
Pacific Hills Christian School
9-15 Quarry Road
Dural, NSW 2158
প্রবেশ মূল্য : ভি আই পি $৩০ এবং গোল্ড $২০


সুজিত মুস্তফা’র সংক্ষিপ্ত পরিচিতিঃ

মা হালিমা মুস্তফা এবং শিক্ষাবিদ, কবি, গীতিকার এবং প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু হেনা মুস্তফা কামালের জ্যেষ্ঠ পুত্র সুজিত মুস্তফার জন্ম ১৯৬২ সালের ১৫ ফেব্রুয়ারি, পাবনা জেলায়। পাঁচ ভাইবোনের মধ্যে সুজিত মুস্তফা তৃতীয়।

শুধু বাংলাদেশেরই নয়, হিন্দুস্তানি ইন্দোর এবং পাতিয়ালা ঘারানায় উচ্চাঙ্গ সঙ্গীতে পারদর্শী সুজিত মুস্তফা উপমহাদেশের একজন অন্যতম গুনি সংগীতশিল্পী।

মুক্তিযুদ্ধের পরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সূর্য-শিশু নামে একটি শিশু সংগঠন গড়ে ওঠে সেখানেই অনুপ কুমার দাশের হাতে তার সঙ্গীতে হাতেখড়ি। এরপর চট্টগ্রামে প্রথাগত উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নেন ওস্তাদ মিহির লালার কাছে। ঢাকায় সর্ব-জনাব মিথুন দে, ফুল মোহাম্মদ, আখতার সাদমানীর কাছে উচ্চাঙ্গ সংগীত, শ্রীমতী অঞ্জলি রায় ও জনাব সোহরাব হোসেনের কাছে ছায়ানটে নজরুল সংগীতে তালিম গ্রহণ করেন। শান্তিনিকেতনে গুরু শ্রী মোহন সিং খাংগুরার কাছে উচ্চাঙ্গ সংগীত এবং শ্রী শীতাংশু রায়ের কাছে রবীন্দ্র সংগীতে তালিম গ্রহণ করেন। দিল্লীতে পণ্ডিত অমরনাথ, ওস্তাদ হাফিজ আহমেদ খান ও পণ্ডিত বিনোদ কুমারের কাছে উচ্চাঙ্গ সংগীত এবং শ্রীমতী শান্তি হীরানন্দের কাছে গজল এবং ঠুমরীর তালিম গ্রহণ করেন তিনি।

বাংলাদেশে ১৯৯৪ সালে ফিরে আসার পর সুজিত মুস্তফা কণ্ঠ সংগীত প্রশিক্ষণ ছাড়াও নজরুল সংগীতের প্রচার ও প্রসারে দেশব্যাপী নানামুখী কর্মতৎপরতায় লিপ্ত আছেন। বাংলাদেশ তথা বিশ্বের সর্ববৃহৎ নজরুল বিষয়ক সংগঠন নজরুল সংগীত শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে তিনি পরিষদ ও শিল্পীদের সংগঠিত করে নজরুল চর্চায় বিশেষ অবদান রেখেছেন। আধুনিক, সেমি ক্লাসিক্যাল ও নজরুলের গানের প্রচুর অনুষ্ঠান করেছেন ভারত, শ্রীলঙ্কা, জাপান, চায়না, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ আরো অনেক দেশে। অত্যন্ত স্পষ্টবাদী এবং কঠোর নৈতিক চরিত্রের অধিকারী সুজিত মুস্তফা আরো নানাবিধ কর্মকাণ্ডের সাথে জড়িত। সংগীত বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনায় তার রয়েছে সহজাত অধিকার। প্রখ্যাত নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও অভিনেত্রী মুনমুন আহমেদ তার সহধর্মিণী। তার একমাত্র কন্যা অপরাজিতাও কত্থক নাচে অত্যন্ত পারদর্শী।







Share on Facebook               Home Page             Published on: 17-Sep-2019

Coming Events:
বৃষ্টির সম্ভাবনার কারণে মেলার তারিখ ১ দিন পিছিয়ে ২১ এপ্রিল ২০২৪ (রবিবার) করা হয়েছে......




A day full of activities, games and fun.







Lakemba Blacktown Mascot
Minto Money raised so far





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far



Blacktown Lakemba Mascot
Minto Money raised so far







Blacktown Lakemba Mascot
Minto Money raised so far