bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












সুন্দর ফন্টের জন্য SolaimanLipi ডাউনলোড করে নিন...

Twin Tragedy
মাসুদ পারভেজ


১.
...এইতো মনে হচ্ছে সেদিন ৮ই মার্চ ২০১৪...দেখতে দেখতে…আজ ছয় মাস অতিবাহিত হলো কুয়ালালামপুর থেকে বেইজিংয়ে যাওয়ার পথে ২৩৯জন যাত্রী ও ক্রু নিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ৩৭০। মাত্র চার মাসের ব্যবধানে, ১৭ই জুলাই ২০১৪তে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ১৭ আমস্টারডাম থেকে কুয়ালালামপুরে ২৯৮জন যাত্রী ও ক্রু নিয়ে যাওয়ার পথে ইউক্রেনের আকাশ থেকে ভূপাতিত হওয়ার ৫০দিন পূর্ণ হলো আজ।…মালয়েশিয়ান এয়ারলাইন্সের এই টুইন ট্রাজেডিতে নিখোঁজ কিংবা নিহত হওয়া ৫৩৭জনের নিকটতম স্বজন-প্রিয়জনের সাথে সারা বিশ্বের মানুষ শোকাহত, ব্যাথিত…

২.
বিশ্বের উন্নতদেশের অত্যাধুনিক প্রযুক্তি, তত্ত্ব, তথ্য প্রয়োগে এবং বহুজাতিক বিশেষজ্ঞদের নিরলস প্রচেষ্টাতেও আজ পর্যন্ত ১৫টি দেশের নাগরিক বহনকারী নিখোঁজ এমএইচ৩৭০-এর বিধ্বস্ত হওয়া নিশ্চিতকরণ কিংবা অস্তিত্ব নির্ণয় সফল হয়নি। নিখোঁজ হওয়ার প্রাথমিক পর্যায় থেকে এ'পর্যন্ত - প্লেনের অডিও যোগযোগ-ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেবার সম্ভাবনা, সন্দেহভাজন সন্ত্রসীদের
হাতে ছিনতাই হওয়া, যাত্রাপথ থেকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাওয়া, গতিপথে সম্ভাব্য দূর্ঘটনায় পড়া, চীন সাগর এবং ভারত মহাসাগরে কথিত ধ্বংসাবশেষের তথ্য ও ছবি প্রকাশ, ইত্যাদি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ায় নিখোঁজ রহস্য ঘনীভূত হতে থাকে, আর পাশাপাশি দেখা দেয় চরম বিভ্রান্তি। পৃথিবীর ২৬টি দেশের যৌথ সন্ধান অভিযানে ৬০টি সমুদ্রগামী জাহাজ ও ৫০টি এয়ারক্রাফটের অংশগ্রহনে, চীনের ১০টি কৃত্রিম উপগ্রহ মোতায়েন করে সংগৃহীত তথ্য-উপাত্তের ভিত্তিতে ভারত মহাসাগরে সাবমেরিন পাঠিয়ে পূর্ণাঙ্গ অভিযান-তল্লাশী চলেছে নিয়মিতভাবে।

বেশ কিছুদিন আগে পত্রিকায় পড়েছিলাম - অস্ট্রেলিয়ার এক কোম্পানী প্লেনের ধ্বংসাবশেষ বঙ্গোপসাগরে দেখা গিয়েছে বলে দাবী করে। এই সংবাদের প্রেক্ষিতে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ নৌবাহিনীর দু’টি ফ্রিগেট ও দু’টি প্যাট্রোল এয়ারক্রাফট বাংলাদেশের পানি ও আকাশসীমায় টহল দিয়ে নিখোঁজ প্লেনের কোনো হদিস পায়নি।

এমএইচ৩৭০-তে চুরি করা পাসপোর্ট ব্যবহার করে দু’জন যাত্রী ছিলেন যাদেরকে এয়ারপোর্টের ক্লোস্ড সার্কিট ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে সনাক্ত করা হয়েছে। নিখোঁজ রহস্যের সঙ্গে জঙ্গি সংগঠন জড়িত থাকতে পারার সন্ধেহে পুলিশ এ'পর্যন্ত ১১জন জঙ্গিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। কিন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী নিখোঁজ রহস্যের সাথে জড়িত থাকার কোনো দাবী বা দায়-দায়িত্ব এখনো স্বীকার করেনি। স্থল, পানি, আকাশপথে ব্যাপক অভিযানের পাশাপাশি পাইলটদের আত্মহত্যার বিষয়টিও অনুসন্ধানে এসেছে। নিখোঁজ রহস্যের পাজল মেলাতে ফ্লাইটের পাইলট-ক্রু, গ্রাউন্ডে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অতীত এবং বর্তমান কর্মকান্ড, তাদের মানসিক অবস্থা, ইত্যাদি পুলিশের নজরে এসেছে।

৩.
ইউক্রেনের আকাশ থেকে ভূপাতিত এমএইচ১৭-এ নিহত হওয়া আরোহীদের মধ্যে মালয়েশিয়ার ২০জনের দেহাবশেষ দেশে পৌছানোর পরে নিহত বাক্তিদের সম্মানে মালয়েশিয়ার সরকারী ও গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে, এক মিনিটি নীরবতা পালনের মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে শোকদিবস পালিত হয়েছে। দেশের সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় মালয়েশিয়াতে এই প্রথম জাতীয় পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সামরিক অস্ত্র ব্যবহারে বেসামরিক যাত্রীবাহী এমএইচ১৭-কে ভূপাতিত করার ঘটনা আন্তর্জাতিক আইনের লংঘন এবং এই ভয়ঙ্কর অপরাধের জন্য বিশ্বসমাজ আজ ক্ষুদ্ধ… ১১টি দেশের নাগরিক যাদের যুদ্ধের সাথে কোনো সংলিষ্টতা নেই তাদের এই অকাল মৃত্যুতে সারা পৃথিবীর মানুষ হতভম্ব…ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দেবার দাবী আজ শান্তিপ্রিয় সব মানুষের…
অস্ট্রেলিয়া সহ ইউরোপীয় দেশসমূহ এমএইচ১৭ ভূপাতিত হওয়ার ঘটনায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে রাজনৈতিক এবং সামরিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে এমন আশংকা করছে। জার্মানি ইতিমধ্যে ২০১৮সালের বিশ্বকাপের হোস্ট-কান্ট্রি রাশিয়া থেকে সরিয়ে নেয়ার দাবী জানিয়েছে।

৪.
আজকের মালয়েশিয়া সারা বিশ্বে দ্রুত উন্নতি করা উন্নয়নশীল দেশের এক অনন্য প্রতীক। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই দেশের শিল্প, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, বিজ্ঞান-প্রযুক্তি, পর্যটন, ব্যবসা সহ সকল ক্ষেত্রে অভাবনীয় সাফল্য এনে দিয়েছে পৃথিবীর ২৯তম বৃহৎ ও শক্তিশালী অর্থনীতির সম্মান। মালয়েশিয়ার সংবিধান জাতীয় ধর্ম ইসলামকে ঘোষণা দিলেও পার্লামেন্টারী সিস্টেমে ইংলিশ কমন ল’র আওতায় রাজার অধীনে প্রধানমন্ত্রী সরকার প্রধান হয়ে ধর্ম-নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে দেশ পরিচালনা করেন। ২০১২সালের আদমশুমারী অনুযায়ী মালয়েশিয়ার ৩০মিলিয়ন জনসংখ্যার ১০শতাংশ মাইগ্রান্ট ওয়ার্কার। আশ্চর্যজনক হলেও সত্য যে, আনুমানিক ৫০০,০০০জন বাংলাদেশী বৈধ এবং অবৈধভাবে মালয়েশিয়াতে বসবাস করেন। মালয়েশিয়ার অর্থনীতি ইসলামিক ব্যাঙ্কিং-এর ভিত্তিতে প্রতিষ্ঠিত এবং ব্যাঙ্কিং প্রফেসনে এদেশে অন্য যেকোনো ইন্ডাস্ট্রির তুলনায় সর্বোচ্চ সংখ্যক মহিলারা কাজ করেন। মালয়েশিয়ার জিডিপির বার্ষিক গড় প্রবৃদ্ধির হার ৬.৫%। গ্লোবাল রিটায়ারমেন্ট ইনডেক্সে ২০১৩ ও ২০১৪সালে মালয়েশিয়া অবসর যাপনের জন্য পৃথিবীর সেরা তৃতীয়তম দেশ নির্বাচিত হয়েছে।

৫.
মালয়েশিয়ান এয়ারলাইন্সের টুইন ট্রাজেডির প্রভাব পড়েছে টোকিও, হংকং-সহ এশিয়ার শেয়ারবাজারে। মালয়েশিয়ান এয়ারলাইন্সের শেয়ারের দাম এতই কমে গিয়েছে যে রাষ্ট্রীয় পরিচালনাধীন এই কোম্পানীকে স্টক মার্কেটের তালিকা থেকে তুলে নেয়া হয়েছে। নিখোঁজ কিংবা নিহত আরোহীদের সম্মানে মালয়েশিয়ান এয়ারলাইন্স তাদের ফ্লাইট কোড এমএইচ৩৭০ ও এমএইচ১৭ রিটায়ার করার সিদ্ধান্ত নিয়েছে। প্লেনে ওড়ার ভীতিকর অনুভূতি এবং পারিবারিক চাপের অজুহাতে গত ছয় মাসে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ২০০জন ক্রু স্বেচ্ছায় চাকুরী ছেড়ে দিয়েছেন কিংবা অবসর নিয়েছেন…এই দুর্যোগময় ক্রান্তিকালে মালয়েশিয়ান এয়ারলাইন্স কয়েকদিন আগে কোম্পানী পুনর্গঠনের কারণ দেখিয়ে ৩০% চাকুরী ছাটাই করার ঘোষণা দিয়েছে, আর একইসাথে গত কয়েকমাসে টিকেটে বিক্র্রির পরিমান সর্বনিম্নে আসাতে ট্রাভেল এজেন্টদেরকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের টিকেট বিক্রিতে উত্সাহিত করার লক্ষ্যে তাদের কমিশন দ্বিগুণ করেছে। এছাড়াও মালয়েশিয়ান এয়ারলাইন্সকে রি-ব্র্যান্ডিং করার চিন্তা-ভাবনা চলছে…
১৯৮০-১৯৯০সালে কোরিয়ান এয়ারলাইন্সের বেশ কয়েকটি হৃদয়বিদারক দূর্ঘটনায় ৭০০জনের অকাল মৃত্যু হয়েছে। পরবর্তীতে ব্যাপক অনুসন্ধানে দূর্ঘটনার কারণসমূহ নিশ্চিত করে প্লেনের উড্ডয়নে নিরাপত্তার মান উন্নয়নের পদক্ষেপ নেয়া হয়। একইসাথে প্লেনের রক্ষণাবেক্ষণ, পরিচালনা এবং ব্যবস্থাপনার জন্য দক্ষ, অভিজ্ঞতাসম্পন্ন লোকবল নিয়োগের মাধ্যমে, অত্যাধুনিক প্রযুক্তি প্রয়োগে এক বৈপ্লবিক পরিবর্তন আনার সফলতায় কোরিয়ান এয়ারলাইন্স আজ পৃথিবীব্যাপী বিখ্যাত বানিজ্যিকভাবে লাভজনক প্রতিষ্ঠান…এই সাফল্য অদূর ভবিষ্যতে হয়তো মালয়েশিয়ান এয়ারলাইন্সের জন্য অনুকরণীয় হবে...

৬.
দূর্ঘটনায় বিধ্বস্ত হওয়া কিংবা হারিয়ে যাওয়া প্লেনের রহস্য উদঘাটনে ব্লাক-বক্স গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। ১৯১২সালে আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত যাত্রীবাহী টাইটানিককে ৬৩বছর পরে শক্তিশালী প্রযুক্তির মাধ্যমে ১৯৮৫সালে উদ্ধার করা সম্ভম হয়েছে। ২০১২সালে ইতালির সাগরে ডুবে যাওয়া Costa Concordia ক্রুজ লাইনারকে সম্প্রতি নেদারল্যান্ডের এক কোম্পানী উদ্ধার করেছে। বিশ্ববাসীর
একাগ্র উদ্বিগ্ন দৃষ্টি আজ - ৫২মিলিয়ন ডলার ব্যয় সাপেক্ষে ওশান ফ্লোরে নিখোঁজ এমএইচ৩৭০-এর ব্যাপক অনুসন্ধানে নিয়োজিত নেদারল্যান্ডের Furgo Survey কোম্পানীর কাজের অগ্রগতি এবং তার ফলাফলের দিকে…

নিখোঁজ প্লেনের যাত্রীদের আত্মীয়-স্বজনরা সম্প্রতি “রিওয়ার্ডএমএইচ৩৭০” নামের এক উদ্যোগে কেউ নিখোঁজ রহস্যের কোনো গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারলে তাকে ৫০লাখ ডলার পুরস্কার দেবার ঘোষণা করেছে।

গত ছয় মাসে গবেষক-বিশেষজ্ঞরা নিখোঁজ প্লেনের সন্ধানের ক্ষেত্রে যত ধরনের সম্ভাবনা ছিল তা' সবই নিখুঁতভাবে খতিয়ে দেখেছেন…কিন্তু তারপরেও কেন তার সন্ধান পাওয়া যাচ্ছে না?...যতই দিন যাচ্ছে…অনুসন্ধানের কাজ কি দুরূহ হয়ে উঠেছে, নাকি ক্রমশ: জটিল রূপ নিচ্ছে?? যদিও এই ব্যাপক এবং রহস্যজনক অনুসন্ধান কাজের কোনো সময়সীমা নেই...তবুও বিশ্ববাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে এমএইচ৩৭০ এবং তার আরোহীদের ভাগ্যে কি ঘটেছিল তা' অতিসত্তর জানার জন্য…নিখোঁজ আরোহীদের নিকটতম পরিবার-প্রিয়জনদের কেউই তাদের বাকি জীবন “অগ্নিপরীক্ষার প্রশ্ন” নিয়ে বাঁচতে চায় না…নিখোঁজ রহস্যের “দীর্ঘ এবং বেদনাদায়ক” এপিসোডের নির্ভরযোগ্য তথ্যবহুল সংবাদ প্রাপ্তির অপেক্ষায়…


mmparvez@yahoo.com
সিডনী
০৮/০৯/২০১৪







Share on Facebook               Home Page             Published on: 8-Sep-2014

Coming Events:



A day full of activities, games and fun.







Lakemba Blacktown Mascot
Minto Money raised so far





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far



Blacktown Lakemba Mascot
Minto Money raised so far







Blacktown Lakemba Mascot
Minto Money raised so far