bangla-sydney













শোক সংবাদ

গতকাল শুক্রবার (১৫/১২/২০২৩) রাত এগারোটা ত্রিশ মিনিটে সিডনির দক্ষিণ-পশ্চিমে মোটরওয়ে M5 এ নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ বছর বয়সের মাহী উদ্দিন মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। প্যারামেডিকরা জানিয়েছেন মাহী নিজেই গাড়ি চালাচ্ছিল এবং গাড়িতে অন্য কেউ ছিল না। সিডনির এডমন্ডশন পার্ক নিবাসী জনাব গিয়াস উদ্দিনের ছেলে মাহী হার্লস্টন এগ্রিকালচারাল হাই-স্কুলের ইয়ার ১২ এর শিক্ষার্থী। আজ সকালে মাহী’র স্কুলের অনেক বন্ধু ও তাদের পরিবারসহ সিডনির বিভিন্ন এলাকা থেকে অসংখ্য বাংলাদেশীরা সমবেদনা জানাতে জনাব গিয়াস উদ্দিনের বাসায় এসেছেন যা’ বেদনা বিধুর হৃদয় বিদারক।

মাহী উদ্দিন’র এর জানাজা

বুধবার ২০/১২/২০২৩
সময়- দুপুর ১টা, জোহরের নামাজের পরপর
স্থান- অস্ট্রেলিয়ান ইসলামিক হাউস, ২০৯৪ ক্যামডেন ভ্যালি ওয়ে, এডমন্ডশন পার্ক, NSW 2174


https://www.skynews.com.au/australia-news/teenage-boy-killed

- মাসুদ পারভেজ / mmparvez@yahoo.com






Share on Facebook               Home Page             Published on: 16-Dec-2023

Coming Events: