bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












সুন্দর ফন্টের জন্য SolaimanLipi ডাউনলোড করে নিন...


Race Against Time
মাসুদ পারভেজ


১. সিডনির টেলিভিশনে এক কমার্শিয়ালে কয়েকদিন আগে শুনলাম একজন স্বাভাবিক মানুষ গড়ে তাঁর জীবনের ২০বছর ঘুমায়, ১৫বছর পরিবারের সান্নিধ্যে কাটায়, ১৩ বছর জীবিকার জন্যে কাজ করে, ৩বছর টয়লেটে-বাথরুমে থাকে…। হঠাৎ মনে হলো গুগুলে সার্চ দিলে হয়তো মানুষের মূল্যবান জীবনের Race Against Time সম্পর্কে আরো কিছু তথ্য পাওয়া যাবে…নিমিষেই অসংখ্য তথ্য বেরিয়ে এলো যা’ হয়তো অনেকেরই জানা। কমার্শিয়ালে শোনা তথ্যের পাশাপাশি আরো পেলাম - বর্তমানে ৮২বছর বয়সী গড় আয়ুর একজন অস্ট্রেলিয়ান তাঁর জীবনের প্রায় ৮বছর ব্যয় করে খাওয়া-দাওয়া এবং ড্রাইভিং-এ, ৩বছর ইন্টারনেট সার্ফিং-এ, আর ঘর-বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্নতায় ব্যয় করে ১ থেকে ১.৫বছর। মানুষের জীবনযাত্রায় বছরের এই হিসাব বিভিন্ন জাতি এবং যুগের জন্য বিভিন্ন হলেও উন্নত বিশ্বের প্রায় সব দেশেই একই ধরনের চিত্র। ভাবছিলাম বাংলাদেশী মাইগ্রান্ট হয়ে অস্ট্রেলিয়া এখন আমাদের অনেকেরই জন্য স্থায়ীভাবে বসবাসের দেশ হলেও আমরা যদি অস্ট্রেলিয়াতে না এসে বাংলাদেশে স্থায়ীভাবে থাকতাম তাহলে আমাদের জীবনের Race Against Time-টা কেমন হতো?

২. বছরের শেষ দিন সারা পৃথিবীর মানুষ যখন মেতে উঠেছে ২০১৪সালকে বিদায় দিয়ে ২০১৫সালের প্রথম দিনকে স্বাগত জানানোর জন্যে - বাংলাদেশের মানুষ সেখানে এই দুই দিনই কাটিয়েছে হরতালের মধ্যে। আজ একুশে ফেব্রুয়ারি উপলক্ষে যখন এই লেখাটা লিখছি তখন গত ৫০দিনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে ধীরে-ধীরে উদ্বেগের, উৎকণ্ঠার, আতঙ্কের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। পত্রিকায় পড়েছি - এ’বছরের শুরু থেকে চলমান ঘটনা-প্রবাহে শুধু মাত্র বাস-মিনিবাস পরিবহন খাতে দৈনিক ৫০কোটি টাকার ক্ষতি হচ্ছে। সারা দেশে স্বাভাবিক সময়ে প্রায় ৬০হাজার বাস-মিনিবাস চলাচল করে আর এই যানবাহনের সাথে জড়িত রয়েছে প্রায় ২৫লাখ পরিবার সংখ্যায় প্রায় ১কোটি মানুষ। সারাদেশের ২০টি স্থল-বন্দরের মধ্যে নিয়মিতভাবে আমদানি-রপ্তানি হয় ৯টিতে - কার্যত সবই এখন বন্ধ। দেশের বিভিন্ন স্থানে ট্রেন-লাইনের ক্ষতি সাধিত হওয়ায় ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে দৈনিক ২৬টি আন্তঃনগর ট্রেনসহ ৬২টি ট্রেনের টাইম-টেবল থাকলেও সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কায় নির্ধারিত গতির চেয়ে অনেক কম গতিতে আন্তঃনগর ট্রেন চলাচলের ফলে ট্রেনের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক বিপর্যয় এসেছে। ঢাকার মৌলভীবাজারে স্বাভাবিক সময়ে পাইকারি পণ্যের বেচা-কেনার মাধ্যমে প্রতিদিন ৫০০কোটি টাকার লেনদেন হলেও এখন তা’ ২০শতাংশে নেমে এসেছে। বাণিজ্যিক ভিত্তিতে তরল দুধ উৎপাদনকারী সবচেয়ে বড় অঞ্চল পাবনা-সিরাজগঞ্জে দৈনিক ছোট-বড় দুগ্ধ-খামার থেকে দুধ পরিবহনের/বিপণনের অভাবে আনুমানিক ৫০লাখ টাকার লোকসান হচ্ছে। ঢাকার অভিজাত এলাকায় প্রতিষ্ঠিত এক কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী ঘনিষ্ঠ বন্ধুর সাথে আলাপে জানলাম - ঢাকার সরকারী-বেসরকারি মালিকানাধীন প্রায় ৩০০টি কমিউনিটি সেন্টার ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ব্যস্ত থাকে অনুষ্ঠান আয়োজনে অতিরিক্ত কাজের চাপে। বিয়ের/পর্যটনের মৌসুম, শীতকাল, কর্পোরেট ফাংশন, ইত্যাদির কারণে বছরের এই তিন-মাস ব্যবসার জন্য সারা বছর ধরে অপেক্ষা করে মালিক, কর্মচারী, বাবুর্চি, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, ইত্যাদি…হতাশার সুরে বন্ধু বলেই ফেলেন - আর এ’বছর…“নিমন্ত্রণ খেতে এসে বোমার আঘাতের আতঙ্কে”…প্রায় ৯০ভাগ অনুষ্ঠানের বুকিং বাতিল হওয়ায় লোকসানের মাত্রা বেড়েই চলেছে। একই অবস্থা পর্যটন শিল্পে – কক্সবাজার, কাপ্তাই, সেন্টমার্টিন, কুয়াকাটা, জাফলং, চা-বাগান ইত্যাদিতে পর্যটকদের ৭০ভাগ অগ্রিম বুকিং বাতিলের ফলে ইতিমধ্যে আর্থিক ক্ষতির পরিমাণ দৈনিক ২০০কোটি টাকায় দাঁড়িয়েছে।

৩. ছোটবেলা থেকে শুনেছি “শিক্ষাই জাতির মেরুদণ্ড”। বাংলাদেশের ৩৫০জন সদস্যের জাতীয় সংসদের বিশাল লাইব্রেরির সংগ্রহে রয়েছে প্রায় ৮৫হাজার বই-পত্র, সাময়িকী, দুর্লভ দলিল। ২০১৪সালের দশম সংসদে জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসে মাত্র ৮১জন সাংসদ এই লাইব্রেরিতে গিয়েছেন মূলত: দৈনিক-পত্রিকা পড়ার জন্যে। দেশের সাংসদদের ব্যক্তিগত ব্যবসায়িক কাজে ব্যস্ততা থাকার কারণে হয়তো জ্ঞানচর্চার প্রতি এতো অনাগ্রহ!!! দেশের চলমান ঘটনা-প্রবাহে জানুয়ারি থেকে শুরু হওয়া শিক্ষাবর্ষের অসংখ্য শিক্ষার্থীর লেখাপড়া ছাড়াও এসএসসি পরীক্ষা বন্ধ কিংবা বিলম্বিত হওয়ায় ১৪লাখ পরীক্ষার্থীদের অনিশ্চিত ভবিষ্যতের কিংবা পাঠ্যপুস্তক বহনকারী ট্রাকে আগুন দেওয়ার খবর শুনে মনে হয়েছে আমরা কোথায় যাচ্ছি?

৪. ঢাকায় গত দেড় মাসে শান্তিপূর্ণভাবে পালিত হলো - দুই পর্বে বিশ্ব ইজতেমা, পুলিশ সপ্তাহ ২০১৫, ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫, ইত্যাদি। ময়মনসিংহ বিভাগ দেশের ৮ম বিভাগ হিসাবে কার্যক্রম শুরু করেছে ইতিমধ্যে। বর্ধিত জনসংখ্যার চাহিদা মেটাতে প্রশাসনিক পুনর্বিন্যাস ও প্রশাসন শক্তির বিকেন্দ্রীকরণের প্রয়োজনে হয়তো ঢাকা ও চট্টগ্রাম বিভাগ থেকে ফরিদপুর/গোপালগঞ্জ এবং কুমিল্লা/নোয়াখালী নতুন বিভাগ তৈরি হবে নিকট ভবিষ্যতে। এলাকা ভিত্তিক নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়ে কর্মচাঞ্চল্যে উন্নয়নে মুখরিত হবে স্থানীয় জনপদ।

৫. পারিবারিক এক দাওয়াতে সুস্বাদু খাওয়া-দাওয়ার পাশাপাশি দেশ-বিদেশের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা, ক্রিকেট বিশ্বকাপ ২০১৫, ইত্যাদি মুখরোচক ও উত্তেজনাপূর্ণ আলোচনায় আমার গুনি বন্ধুদেরকে প্রশ্ন করি - এমন কি কিছু আছে যা’ গুগুলে সার্চ দিলে “নো রেজাল্ট ফাউন্ড” দেখাবে? চট করে এক পণ্ডিত বন্ধু যিনি প্রায়ই চুপচাপ থাকেন উত্তর দিলেন - বাংলাদেশের যেকোনো দুর্ঘটনার পরে “তদন্ত কমিটির সঠিক প্রতিবেদন” - সার্চ দিলে “নো রেজাল্ট ফাউন্ড” দেখাবে। একই সাথে তিনি বলে ফেলেন - তেলবাহী জাহাজ-ডুবিতে সাড়ে তিন লাখ লিটার তেল সুন্দরবনে ছড়িয়ে পড়ার দুর্ঘটনার তদন্ত কমিটির রিপোর্ট ১০দিনের মধ্যে দেওয়ার কথা থাকলেও গত ৬০দিনে তা’ দেওয়া হয়নি - হায়রে বাংলাদেশ!!!

৬. স্বাধীনতার পরে গত চার দশকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের পরিসংখ্যানে, প্রতিবেদনে কিংবা ইনডেক্স পরিমাপে, প্রযুক্তি, কৃষি, শিক্ষা, খেলাধুলা, উন্মুক্ত-বাণিজ্য, অর্থনীতি, শহরায়ন-নগরায়ন, গার্মেন্টস এবং অন্যান্য রপ্তানি-মুখী শিল্প, রেমিটেন্স, ফরেন রিজার্ভ, ইত্যাদিতে আমাদের বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেলেও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনে পিছিয়ে রয়েছে - অনেকাংশে ব্যর্থ হয়েছে। স্বাধীনতার যুদ্ধের শুরু থেকে গত ৪৩বছর ধরে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছে - “মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি/ এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যাঁরা/ আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি/ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ”। পৃথিবীর সব স্বাধীন দেশে আলাদা ভাবে স্বাধীনতা দিবস আর বিজয় দিবস নেই। কিন্তু বিরল সৌভাগ্যের বাংলাদেশে যথাযোগ্য সম্মানের সাথে রয়েছে - স্বাধীনতা দিবস আর বিজয় দিবস। যুদ্ধে লিপ্ত পৃথিবীর বিভিন্ন দেশে শান্তি রক্ষার কাজে জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের যোগদান এবং অবদান আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত ও গৌরবজনক এক অনন্য দৃষ্টান্ত।

৭. বেশ কয়েক বছর আগে নিউইয়র্কে বাংলাদেশী এক রেস্টুরেন্টে এক বিশাল পোস্টারে - I am GLAD to be banGLADeshi লেখা দেখে আনন্দিত হয়েছি। মনে হয়েছে স্বাধীন এবং বিজয়ী দেশের প্রতিনিধি হয়ে আমরা বিদেশে কতো বিনয়ী আমাদের অনুভূতি প্রকাশ করার জন্যে। সুদূর প্রবাস জীবনে বাংলাদেশের সংবাদে মনের অজান্তে আমরা আনন্দিত, আতঙ্কিত, পুলকিত, শিহরিত, গর্বিত, লজ্জিত, চিন্তিত, শোকাহত…হই, প্রতিদিনের খবরের জন্যে চোখ রাখি অনলাইন পত্রিকায়। আমরা বাংলাদেশে থাকলে আমাদের জীবনের Race Against Time-টা কেমন হতো তার অনুমান করতে আজ আর পারলাম না। তবে আমাদের এই প্রবাস জীবনে উন্নত দেশের লাইফ স্টাইলে Race Against Time-এ আরেকটি সংযোজিত নতুন আইটেম হলো - টেনশন। আমরা কি জানি মনের গহীনে প্রিয় বাংলাদেশের খবরে কিংবা দেশের নিকটতমদের জন্যে আমরা আমাদের মূল্যবান জীবনের কত বছর টেনশনে থাকি?

৮. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২০১৫সালের ক্যালেন্ডারে দেখলাম এ’বছর ২১দিন সরকারী ছুটি ঘোষিত হয়েছে। ছুটির দিনের তালিকায় - আজ ২১ফেব্রুয়ারী ২০১৫ সাল – অঙ্গীকার, গর্ব আর প্রত্যয়ের দিন। বাংলা ভাষা আমাদের শক্তি ও সম্পদ। ১৯৫২সালের ভাষা আন্দোলনের এই মহিমাময় দিনে ভাষাকে রক্ষা করার জন্যে পুরো জাতি এক সত্তায় একতাবদ্ধ হয়েছিলো। ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ শপথ নেয়ার দিন। বছরের প্রতিটি কর্ম-দিবসে সঠিক কর্মের মধ্য দিয়ে সবার জন্যে আসুক আলোকিত, নিরাপদ, স্থিতিশীল ভবিষ্যৎ। উদ্বেগের, উৎকণ্ঠার, আতঙ্কের অবসানে সুরের মূর্ছনায় আর সঙ্গীতের প্রশান্তিতে বাংলাদেশের মানুষ আবারো গেয়ে উঠবে - “একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, তুমি সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার” - প্রবাসী বাংলাদেশীদের প্রত্যাশা।




mmparvez@yahoo.com
সিডনী







Share on Facebook               Home Page             Published on: 20-Feb-2015

Coming Events:



A day full of activities, games and fun.







Lakemba Blacktown Mascot
Minto Money raised so far





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far



Blacktown Lakemba Mascot
Minto Money raised so far







Blacktown Lakemba Mascot
Minto Money raised so far