bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












এই লিংক থেকে SolaimanLipi ডাউনলোড করে নিন



সুনামগঞ্জের হাওর প্লাবনে
ডিজাস্টার রিলিফ কমিটির সাহায্য



প্রেস রিলিজ - এপ্রিল, ২০১৭ তে বাংলাদেশের উত্তর-পূর্বে সুনামগঞ্জের হাওর অঞ্চল প্লাবনে তলিয়ে গেছে। প্রতি বছরেই হাওরের বাঁধে ফাটল হয়ে ফসল হানির কথা শোনা যায়। কিন্তু এবারের পরিস্থিতি এতটাই খারাপ যে পাহাড়ি ঢলে ডুবে গেছে সারা বছরের বোরো ফসল। ভেঙেছে লাখো কৃষকের স্বপ্ন। ফসল হানিতে হাওরের মানুষ দিশেহারা - হাওরে শুধুই হাহাকার।



বাংলাদেশ অস্ট্রেলিয়া ডিজাস্টার রিলিফ কমিটি (বিএডিআরসি) ১৯৯৮সাল থেকে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন দুর্যোগের সময় দুর্গতদের আর্থিক সাহায্য করছে। গত ২১শে মে ২০১৭ বিএডিআরসি পক্ষে, সভাপতি ডঃ মাকসুদুল বারী সিডনিতে সুনামগঞ্জের হাওর অঞ্চল প্লাবনে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে তহবিল সংগ্রহে নিবেদিত সিডনি প্রবাসী সুনামগঞ্জ-বাসীদের পক্ষে জনাব শেরওয়ান জামানের হাতে ২০০০অস্ট্রেলিয়ান ডলারের একটি চেক প্রদান করেন। এসময়ে বিএডিআরসি-র সাধারণ সম্পাদক জনাব আফসার আহমেদ, সহ-সাধারণ সম্পাদক ডঃ মাসুদ পারভেজ, কার্যকরী সদস্য - ডাঃ আব্দুল ওহাব, জনাব রহমত উল্লাহ এবং জনাব হায়াত মাহমুদ উপস্থিত ছিলেন।



মাসুদ পারভেজ, সিডনী - mmparvez@yahoo.com





Share on Facebook               Home Page             Published on: 4-Jun-2017

Coming Events: