bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












সুন্দর ফন্টের জন্য SolaimanLipi ডাউনলোড করে নিন...

Floriade 2014
মাসুদ পারভেজ

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে গত ২৭বছর ধরে জাঁকজমকভাবে Floriade অনুষ্ঠিত হচ্ছে। ল্যাটিন "Floreat" শব্দের অর্থ "ফুল-ফোটা" থেকে Floriade নামকরণ করা হয়েছে। এ’বছর একমাস ব্যাপী (১৩ সেপ্টেম্বর-১২ অক্টোবর) Floriade- এ প্রায় ৮০০০স্কয়ার মিটার বিস্তৃত জমিতে ১৪টি ডিজাইন করা গার্ডেন বেডে এক মিলিয়নেরও বেশি টিউলিপ আর ডেনডেলিওন ফুলের সমারোহ শোভা পেয়েছে - কমনওয়েলথ পার্কে। পৃথিবীর দক্ষিন গোলার্ধের ঋতুচক্রে অস্ট্রেলিয়ার এই বসন্তকালে Floriade- এর এ’বছরের থিম ছিল – Passion বা আবেগ।

গত প্রায় দশ বছরে, বাচ্চাদের স্কুল হলিডেতে ক্যানবেরার অন্যতম আইকন - কোয়েসটাকন, অস্ট্রেলিয়ান ওয়ার মেমোরিয়াল, পার্লামেন্ট হাউস, ন্যাশনাল মিউজিয়াম অফ অস্ট্রেলিয়া, ন্যাশনাল আর্কাইভস অফ অস্ট্রেলিয়া, ন্যাশনাল গ্যালারি অফ অস্ট্রেলিয়া, ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারি, ককিংটন গ্রীন গার্ডেন, অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ স্পোর্ট, রয়াল অস্ট্রেলিয়ান মিন্ট, ক্যানবেরা স্পেস সেন্টার ইত্যাদিতে পারিবারিক ভ্রমনে, নিমন্ত্রণে, অনুষ্ঠানের আমন্ত্রণে কিংবা ব্যক্তিগত প্রয়োজনে বহুবার ক্যানবেরাতে গিয়েছি, কিন্ত ক্যানবেরার সর্ববৃহৎ স্প্রিং ফেস্টিভাল - Floriade দেখা হয়নি।

পহেলা অক্টোবর ২০১৪তে পরিবারের সবাই মিলে সিডনি থেকে প্রায় ৩০০কিলোমিটার দূরে Floriade- এ গিয়েছি প্রথমবার। বসন্তের নীল আকাশের সোনালী ঝকঝকে এই দিনে Floriade- এ গার্ডেন বেডে জন্মানো রংবেরঙের টিউলিপ ফুলের অপূর্ব সুন্দর রূপ আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সব বয়সের বাচ্চাদের, যুবক-যুবতীর কিংবা বয়স্কদের - এক অর্থে পরিবারের সবার জন্য প্রাণে আনন্দের দোলা দেয়। মনে হলো ছোট বেলায়ে পড়া কবিতার কয়েকটি লাইন –
"জোটে যদি মোটে একটি পয়সা
খাদ্য কিনিও ক্ষুধার লাগি
দুটি যদি জোটে অর্ধেকে তার
ফুল কিনিও হে অনুরাগী"


শহুর জীবনে বসবাস করা বাসার ব্যালকনিতে, বাড়ির আঙ্গিনায় কিভাবে সহজে এবং অল্প খরচে ফুলের বা সব্জির বাগান করা যায়, কিংবা ল্যান্ডস্কেপিং করে বাড়ির সৌন্দর্য বাড়ানো যায় - তার ওপর তথ্য সংগ্রহ এবং শেখার সুযোগ ছিল আরবান এগ্রিকালচার অস্ট্রেলিয়ার ষ্টলে। অনেক দর্শনার্থীর সমাগম এবং আগ্রহ আকর্ষণ করে এই ষ্টল। মাটিল্ডা’স ফার্মইয়ার্ড, রেপটাইল ইনক, বানিংস কিডস ওয়ার্কশপ, কাইট মেকিং ওয়ার্কশপ, পটিং-আপ ওয়ার্কশপ, ফেস পেইন্টিং, ইত্যাদি ষ্টলে অনেক ধরনের একটিভিটি ছোট-বড় বাচ্চাদের পাশাপাশি বড়দেরকে সারাদিন আনন্দ দেয়। কমনওয়েলথ পার্কের ভেতরে লেকের পানিতে ফোটা পদ্ম ফুলের সদৃশ্য লোটাস পরিবারের পারপেল রঙের ফুলের সৌন্দর্য আর পানিতে কালো রঙের হাঁসের অবাধ বিচরণ - শহরের মাঝখানে গ্রামীন অনুভূতির পরশ ছোঁয়ায়।

পড়ন্ত বিকেলে Floriade থেকে বের হওয়ার আগে অফিসিয়াল মার্চেনডাইস শপে কিছু স্যুভেনির কিনে Ferris Wheel- এ উঠে খোলা বাতাসে মেঘমুক্ত নীল আকাশের কাছাকাছি থেকে বিস্তৃত "বুশ-ক্যাপিটাল" ক্যানবেরা শহরের সবুজ ঘেরা দৃশ্য দেখতে চমৎকার লেগেছে!

একাধিকবার দর্শনার্থী হয়েছেন বন্ধুদের এমন অনেকেই প্রতি বছর Floriade- এ একই ধরনের আয়োজনকে বোরিং মন্তব্য করেন। কয়েকটি দেশে আমাদের দেখা ফ্লাওয়ার শো’ কিংবা ফ্লাওয়ার ফেস্টিভালের তুলনায় Floriade- এর আয়োজন তেমন উল্লেখযোগ্য দৃষ্টিনন্দিত মনে হয়নি। তবুও কমনওয়েলথ পার্কে আউটডোর এবং এডভেঞ্চারের পরিবেশে ফ্যামিলি ফ্রেন্ডলি Floriade- এ প্রতি বছর ৪০০,০০০ জনেরও বেশী লোকাল, ইন্টারস্টেট এবং ওভারসিস দর্শনার্থীরদের সাথে আমরা ৪জন বসন্তের একটি দিনের কয়েক ঘন্টা মিষ্টি অনুভূতিতে কাটাতে পেরে আনন্দিত হয়েছি।

ক্যানবেরা শব্দের আভিধানিক অর্থ – "meeting place" বা "মিলন-স্থান"। Organisation for Economic Co-operation and Development – OECD- ভূক্ত ৩৪টি দেশের বিভিন্ন শহরের বা অঞ্চলের মধ্যে ৩৮০,০০০ জনসংখ্যার ক্যানবেরা - এ’বছর পৃথিবীর সেরা বাসোপযোগী শহর নির্বাচিত হয়েছে। পৃথিবীসেরা বাসোপযোগী শহর ক্যানবেরাতে Floriade- এর আয়োজন আগামীতে হয়তো আরো বড় আকারে, সৃজনশীল কল্পনা-শক্তির আইডিয়াতে, নতুন আঙ্গিকে, নতুন থিমের সংযোজনে অনুষ্ঠিত হবে। দেশ-বিদেশের আরো অনেক বেশী দর্শনার্থীর আগমনে Floriade- এ মনের আনন্দের আর তৃপ্তির মিলন-মেলায় ক্যানবেরা নামের সার্থকতা খুঁজে পাওয়া যাবে।


mmparvez@yahoo.com
সিডনী
১৫/১০/২০১৪






Share on Facebook               Home Page             Published on: 19-Oct-2014

Coming Events:
বৃষ্টির সম্ভাবনার কারণে মেলার তারিখ ১ দিন পিছিয়ে ২১ এপ্রিল ২০২৪ (রবিবার) করা হয়েছে......




A day full of activities, games and fun.







Lakemba Blacktown Mascot
Minto Money raised so far





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far



Blacktown Lakemba Mascot
Minto Money raised so far







Blacktown Lakemba Mascot
Minto Money raised so far