ডে-লাইট সেভিং টাইম মাসুদ পারভেজ
এই রবিবার (৫ অক্টোবর ২০২৫) ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দিয়ে অস্ট্রেলিয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে বছরের ডে-লাইট সেভিং টাইম (DST)। এর ফলে প্রায় ১.৮ কোটি অস্ট্রেলিয়ান অতিরিক্ত এক ঘণ্টা বিকেলের আলো উপভোগ করতে পারবেন - যা দেশ জুড়ে উষ্ণ আবহাওয়ার আগমনের ঠিক সময়েই শুরু হচ্ছে।
সময় ও শক্তি সাশ্রয়ের উদ্দেশ্যে DST প্রথম চালু হয়েছিল অস্ট্রেলিয়ায় প্রথম বিশ্বযুদ্ধে। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এটি পুনরায় চালু করা হয়।
যুদ্ধের পরে, এটি স্থায়ীভাবে গ্রহণ করে দক্ষিণ-পূর্বাঞ্চলের রাজ্যগুলো - নিউ সাউথ ওয়েলস (NSW), ভিক্টোরিয়া (VIC), সাউথ অস্ট্রেলিয়া (SA), তাসমানিয়া (TAS) এবং অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি (ACT)। তবে কুইন্সল্যান্ড (QLD), নর্দার্ন টেরিটরি (NT) এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া (WA) - DST পালন করে না।
সাধারণভাবে, DST বসন্তকালে শুরু হয়ে শরৎকালে শেষ হয়, যা গ্রীষ্মকালে সন্ধ্যায় দীর্ঘ সময়ের আলো নিশ্চিত করে।
DST চলবে আগামী ৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত। ছয় মাস পরে, ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হবে নিউ সাউথ ওয়েলস (NSW), ভিক্টোরিয়া (VIC), সাউথ অস্ট্রেলিয়া (SA), তাসমানিয়া (TAS) এবং অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি (ACT)-তে, যার ফলে অতিরিক্ত দিনের আলো কমে গেলেও অস্ট্রেলিয়ানরা উপভোগ করবেন এক ঘণ্টা অতিরিক্ত ঘুম।
০৩/১০/২০২৫
মাসুদ পারভেজ, সিডনি / mmparvez@yahoo.com
|