bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












এই লিংক থেকে SolaimanLipi ডাউনলোড করে নিন



কোথায় কাটাবেন ১৬ই এপ্রিল ২০১৬
মাসুদ পারভেজ


বৈশাখী মেলা প্রেমিকদের অধীর আগ্রহে অপেক্ষার কাউন্ট ডাউন শুরু হয়েছে অস্ট্রেলিয়াতে। সিডনির বিখ্যাত বৈশাখী মেলার সফল আয়োজক - বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া প্রায় চার মাস আগে ২০১৬ সালের বৈশাখী মেলা ANZ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছে। আর এর পর থেকেই প্রতি বছর মেলায় আগত অসংখ্য মেলা পিপাসুদের অপেক্ষার দিন যেন আর শেষ হয় না!

অলিম্পিক অ্যাথলেটিক সেন্টারে গত এক দশক ধরে বৈশাখী মেলা সফলভাবে অনুষ্ঠিত হলেও গত বছরে অলিম্পিক টেনিস সেন্টারে আয়োজিত বৈশাখী মেলা নানা কারণে সমালোচিত হয়েছে। বৈশাখী মেলা সম্পর্কে নভেম্বর এবং এপ্রিল ২০১৫তে বাংলা-সিডনি ডট কম-এ আমার আর্টিকেলে মেলার সামগ্রিক অসুবিধার কথা, আগামীতে প্রযুক্তি এবং প্রশাসনিক সুবিধা সাপেক্ষে অনলাইনে অগ্রিম টিকেট কেনার প্রচলন, ভেন্যুর কাছাকাছি পর্যাপ্ত টিকেট বুথের এবং পার্কিং ব্যবস্থা, ইত্যাদির কথা লিখেছিলাম। অস্ট্রেলিয়ার এই প্রবাস জীবনে বৈশাখী মেলা আমাদের সবার একান্ত, নিজস্ব সম্পদ এবং ঐতিহ্য। আর সেজন্যেই হয়তো সফলতার শীর্ষে থাকার চাওয়া-পাওয়া আমাদের সবার।

কয়েকদিন আগে বাংলা-সিডনি ডট কম-এ ANZ স্টেডিয়ামে আসন্ন বৈশাখী মেলা সম্পর্কিত বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া-র দেয়া আপডেটের ভিডিও দেখে মনে হলো এবারের বৈশাখী মেলা বেশ জাঁকজমকপূর্ণ হবে। Ticketek-এর অনলাইনে অগ্রিম টিকেট কেনার ঘোষণা - মেলা প্রেমিক সবার জন্যে এক চমকপ্রদ উপহার। এছাড়াও মেলার দিনে ANZ স্টেডিয়ামের কাউন্টার থেকে সহজেই টিকেট কেনার সুবিধা, ফ্ল্যাট রেটে পার্কিং এবং পার্কিং থেকে ভেন্যুতে যাওয়ার জন্যে ফ্রি-শাটল বাসের ব্যবস্থা মেলায় আগত দর্শনার্থীদের মূল্যবান সময়ের অপচয় রোধে সহায়ক হবে।

গত দুই দশকে সিডনির বৈশাখী মেলার ব্যাপ্তি-আকার, মেলায় আগত লোকসংখ্যার পরিমাণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মান, স্টলের সংখ্যা, ইত্যাদির সব কিছুতেই ব্যাপক পজিটিভ পরিবর্তন এসেছে। বৈশাখী মেলার জনপ্রিয়তা আজ শুধুমাত্র সিডনি-বাসীদের মধ্যে সীমাবদ্ধ নয় - এর জনপ্রিয়তা এখন ছড়িয়ে গেছে সমগ্র অস্ট্রেলিয়াতে। সফল আয়োজকদের আন্তরিকতা আর প্রচেষ্টায় সিডনির বৈশাখী মেলার আয়োজন এখন শুধুই এক মিলন-মেলা নয় বরং এক মহা উৎসব।

আন্তর্জাতিক সম্মানজনক ANZ স্টেডিয়াম অস্ট্রেলিয়ার দ্বিতীয়-বৃহত্তম। প্রবাস জীবনে ব্যস্ততার মাঝে দেশীয় আমেজে, স্টেডিয়ামের খোলা বাতাসের পরিবেশে, উন্মুক্ত প্রাঙ্গণে, নরম ঘাসে কিংবা গ্যালারিতে বসে নিজ পরিবার-প্রিয়জন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের সাথে খাওয়া-দাওয়া আর আলাপচারিতার মাঝে স্টেজ থেকে সরাসরি কিংবা বড় পর্দায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ শেষে, রঙিন আতশবাজির বর্ণিল বিশাল আয়োজনের ২০১৬-র বৈশাখী মেলা অনাবিল আনন্দ বয়ে আনুক সবার জীবনে - এই প্রত্যাশা আজ সকলের। নববর্ষের অগ্রিম শুভেচ্ছা সবাইকে।



মাসুদ পারভেজ, সিডনী, mmparvez@yahoo.com




Share on Facebook               Home Page             Published on: 21-Mar-2016

Coming Events:





A day full of activities, games and fun.







Blacktown Lakemba Mascot