bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia













আব্দুল্লাহ আল মামুন এর ২য় গ্রন্থ:
“কাতারে জীবন যেমন”



সিডনী প্রবাসী জনপ্রিয় গীতি-কবি, সঙ্গীত শিল্পী ও লেখক ড. আব্দুল্লাহ আল মামুন দীর্ঘ একযুগ কাতারে কাটিয়ে আবার স্থায়ীভাবে ফিরে এসেছেন সিডনীতে। কাতারের জীবনাচার, বিশেষ করে শ্রমজীবী প্রবাসী বাংলাদেশী যাদের ত্যাগ ও রক্ত-ঘাম ঝরানো তিল তিল ভালোবাসায় গড়ে উঠেছে মাতৃভূমি বাংলাদেশ, তাঁদেরই সুখ-দুঃখের কথা নিয়ে ২০১৭ সালে প্রকাশিত হয় গ্রন্থ, “কাতারে বহতা সময়”। দেশে ও প্রবাসে বইটি পাঠকদের অকুণ্ঠ সমাদর পেয়েছে। সবাই আরো শুনতে চেয়েছে মরু-প্রবাসের বৈচিত্র্যময় জীবনের গল্প।


সেই ধারাবাহিকতায় সম্প্রতি ঢাকা গ্রন্থ মেলায় বের হয়েছে কাতারের প্রবাস জীবন নিয়ে রচিত ড. মামুন এর দ্বিতীয় গ্রন্থ, “কাতারে জীবন যেমন”। নিজের অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে তিনি তাঁর কাতার প্রবাস জীবনকে দেখেছেন ভিন্ন চোখে। সাগরের মাছ ও মুক্তা আরোহণের উপর নির্ভরশীল একটি দরিদ্র দেশ থেকে দ্রুত উন্নয়নের শীর্ষে উঠে আসা কাতার, দেশটির ওপর আরোপিত অবরোধের নেপথ্য কাহিনী এবং কাতারের প্রবাসী মানুষের দিনলিপি তিনি তুলে এনেছেন একজন নিপুণ জহুরির মত। পাঠক মাত্রই অভিভূত হবেন। বইটি ঢাকার বই মেলার ২৪০ নং স্টলে পাওয়া যাচ্ছে।






Share on Facebook               Home Page             Published on: 6-Apr-2021

Coming Events:
Bangladesh Australia Disaster Relief Committee AGM 2025
26 Oct 2025, 65 Spurway St, Ermington