bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












সুন্দর ফন্টের জন্য SolaimanLipi ডাউনলোড করে নিন...


বাংলাদেশ খ্রিষ্টান ফেলোশিপ অব অস্ট্রেলিয়া’র
বড়দিন উৎসব ২০১৪


ডিসেম্বর এলেই যেন বড়দিনের আলো ছড়াতে থাকে বিশ্বময়। বড়দিন এখানে ধর্মীয় গণ্ডি পেরিয়ে রূপান্তরিত হয়েছে সার্বজনীন আনন্দ উৎসবে। গোটা বিশ্বকে নব আঙ্গিকে সাজিয়ে প্রতিবারের মতো এবারো বড়দিনে এসেছিলো মহা আনন্দের প্লাবন । শান্তি ও সৌহার্দ্যের জয়গান নিয়ে বাংলাদেশ খ্রিষ্টান ফেলোশিপ অব অস্ট্রেলিয়া বিগত ২৫শে ডিসেম্বর রকডেল ইউনাটিং চার্চ অডিটোরিয়ামে আয়োজন করেছিলো বড়দিন উৎসব ২০১৪ । সংগঠনের সকল সদস্য সহ নিমন্ত্রিত অতিথি, সিডনীর বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠনের নেতৃবর্গ ও মিডিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে এ অনুষ্ঠান ছিলো প্রাণবন্ত। সাধারণ সম্পাদক ন্যান্সী লীনা ব্যারেল’র শুভেচ্ছা ও সভাপতি এডওয়ার্ড অশোক অধিকারী’র স্বাগত বক্তব্যর মধ্য দিয়েই বড়দিন উদযাপন অনুষ্ঠান শুরু হয়। বড়দিনের বিশেষ প্রার্থনা ও গান, ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের মাঝে সান্তাক্লসের আগমন, সদস্যসহ কমিউনিটির সুধী জনের স্পন্সরের আয়োজনে র্যা ফেল ড্র সহ পিঠা ও বিনোদন পর্ব ছিল বড়দিন অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ। এছাড়াও নিমন্ত্রিত শিল্পী অভিজিৎ ও পিয়াস বড়ুয়া’র দ্বৈত সঙ্গীত পরিবেশনা ছিলো চমৎকার। সংগঠনের পক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে রূপান্তর, রিয়া, ঋষিতা, তরঙ্গ, অর্চি, অমিয়া, জল, এ্যারোন , ত্রিসা, জেসন, শ্যানন, অভ্র, জেসিকা, রুলি, জয়িতা, দীপা বিশ্বাস, শিল্পী গমেজ, ইন্দিরা বাড়ৈ, রথীন ঢালী এ্যাঞ্জেলা ঢালী, তুলি ফলিয়া, চেরি সরকার, পামেলা বাড়ৈ, লরেন্স সরকার, স্টিফেন পাণ্ডে, রোনাল্ড পাত্র, ডেইজী মিঠু বিশ্বাস, মানিক বাড়ৈ, এডওয়ার্ড অশোক অধিকারী। অনুষ্ঠানে ব্রিজেট দীপা বিশ্বাসের সম্পাদনায় প্রকাশিত হয় সংগঠনের নন্দিত মুখপত্র ‘জল’। মঞ্চসজ্জার দায়িত্বে ছিলেন অনুপ এ্যান্থনী গমেজ। বড়দিন উৎসবের আহ্বায়ক ড: রোনাল্ড পাত্র উপস্থিত সকল শুভার্থী, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা ও র্যা ফেল স্পন্সর-কারীদের বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বলেন, এ অনুষ্ঠান কোন একক প্রচেষ্টার ফসল নয়, বরং সকলের সম্মিলিত সহযোগিতা ও পরিশ্রমের অবদান। সবার প্রতি রইলো আন্তরিক মঙ্গলবাদ। আশা করি আগামীতেও সকলের পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে।



লরেন্স ব্যারেল কর্তৃক প্রেরিত




Share on Facebook               Home Page             Published on: 3-Feb-2015

Coming Events:
বৃষ্টির সম্ভাবনার কারণে মেলার তারিখ ১ দিন পিছিয়ে ২১ এপ্রিল ২০২৪ (রবিবার) করা হয়েছে......




A day full of activities, games and fun.







Lakemba Blacktown Mascot
Minto Money raised so far





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far



Blacktown Lakemba Mascot
Minto Money raised so far







Blacktown Lakemba Mascot
Minto Money raised so far