bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia















প্রেস রিলিজ
কৃষিবিদ অস্ট্রেলিয়া-র
২৫তম বার্ষিক বনভোজন ২০১৯



সৈয়দ সিরাজুল ইসলাম: সিডনির দক্ষিণ-পশ্চিমের চিপিংনর্টন–এ নয়নাভিরাম এঙ্গেল পার্কের মনোরম পরিবেশে গত ১৬ই নভেম্বর ২০১৯ অনুষ্ঠিত হয়েছে কৃষিবিদ অস্ট্রেলিয়া-র ২৫তম বার্ষিক বনভোজন ২০১৯। গত এক মাস ধরে বার্ষিক ইনডোর স্পোর্টস এবং বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো কৃষিবিদঅস্ট্রেলিয়া-র বার্ষিক বনভোজন। সকাল বেলার হিমেল বাতাস ও সোনালী হালকা রোদের আবহাওয়ায় প্রায় দুইশ কৃষিবিদ ও তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে এবং আমন্ত্রিত অতিথিদের আগমনে পার্কের সবুজ চত্বর মুখরিত হয়ে ওঠে। সকাল সাড়ে ১০টায় সিঙ্গাড়া, ফলের রস ও হালকা পানীয় দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সাম্প্রতিক সময়ে বুশফায়ারের কারণে টোটাল ফায়ার ব্যান থাকায় অন্যান্য বছরের মতো এবারে মাঠে চূলা জ্বালিয়ে গরম গরম চা-কফি আয়োজন করা যায়নি। বেলা সাড়ে ১২টায় সংঘঠনের ক্রীড়া সম্পাদকের অনুপুস্থিতিতে কোষাধ্যক্ষ জনাব জাহেরুল ইসলামের পরিচালনায় এবং ইসি সদস্য জনাব মজিদ খাঁনের সহযোগিতায় বাচ্চাদের খেলাধূলা শুরু হয়। অতপর পুরুষ ও মহিলাদের খেলাধূলার মাধ্যমে বেলা দেড়টায় এই পর্ব শেষ হয়।



যোহরের নামাজের পরে, দ্বিতীয় পর্বে বেলা ২টায় মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। মনোরম পরিবেশে সবার সাথে সুস্বাদু মধ্যাহ্ন ভোজের পর সাংস্কৃতিক সম্পাদক ড: রঞ্জনা সরকারের উপাস্থাপনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃতি, পুঁথিপাঠ ও গান পরিবেশেনায় অংশগ্রহণ করেন ডাঃ লাভলী রহমান, জনাব মোস্তফা আনোয়ার পাশা, ড: কাইয়ুম পারভেজ, জনাব স্বপন রায়, ড: তমাল লতা (পরিচালক রিসার্চ, বাংলাদেশ ধানগবেষণা ইনিষ্টিটিউট) ও ড: রঞ্জনা সরকার। এর পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কৃষিবিদ অস্ট্রেলিয়া-র সাধারণ সম্পাদক ড: মাসুদ পারভেজ এবং সভাপতি ড: হানিফ মিয়া ঝিলু। উত্তেজনা পূর্ণ রাফেলড্র-র পরে ড: মাসুদ পারভেজ তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত কৃষিবিদ, তাঁদের পরিবারের সবাইকে এবং আমন্ত্রিত অতিথিদের বার্ষিক বনভোজনে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। ড: পারভেজ আরো উল্লেখ করেন যে কৃষিবিদ অস্ট্রেলিয়া-র পঁচিশ বছর পূর্তিতে অস্ট্রেলিয়ায় বসবাসরত সমগ্র কৃষিবিদের ডাটাবেস “ঠিকানা ২০১৯ সিলভার জুবিলী এডিশন” প্রকাশ ও বিতরণ করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত এবং কৃষিবিদ অস্ট্রেলিয়া-র বিভিন্ন কর্মকান্ডে সহযোগিতার জন্য স্পনসরদের কে ধন্যবাদ জানান। এর পরে ড: পারভেজ উপস্থিত কৃষিবিদের মধ্যথেকে বক্তব্য রাখার আহবান জানালে কৃষিবিদ অস্ট্রেলিয়া-র প্রাক্তন সভাপতি ড: মাকসুদুল বারি উপস্থিত কৃষিবিদদের উদ্দেশ্যে সৌজন্য বক্তব্য রাখেন। কৃষিবিদ অস্ট্রেলিয়া-র সভাপতি ড: হানিফ মিয়া ঝিলু ইসি সদস্য, সাধারণ সদস্য ও আমন্ত্রিত অতিথি সহ সকল কৃষিবিদকে পিকনিকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান। ড: ঝিলু আগামী সকল অনুষ্ঠানে সবার শতস্ফুর্ত অংশগ্রহণের আহবান জানিয়ে এবং সবার সুসাস্থ্য কামনা করে বিকাল ৫টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।




সৈয়দ সিরাজুল ইসলাম (সিরাজ), জন-সংযোগ সম্পাদক, কৃষিবিদ অস্ট্রেলিয়া








Share on Facebook               Home Page             Published on: 15-Dec-2019

Coming Events:



A day full of activities, games and fun.







Lakemba Blacktown Mascot
Minto Money raised so far





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far



Blacktown Lakemba Mascot
Minto Money raised so far







Blacktown Lakemba Mascot
Minto Money raised so far