বিজ্ঞানী, গবেষক এবং শিক্ষক প্রফেসর আশরাফ উদ্দিন নতুন ধরনের সোলার প্যানেল নিয়ে কাজ করছেন সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসে। প্লাস্টিকের এই সোলার প্যানেলগুলি হবে সস্তা এবং শপিং ব্যাগের মত পাতলা। এগুলো সহজেই ল্যামিনেট করে বসানো যাবে বাড়ি বা গাড়ির ছাদে কিংবা জানালায়। আসুন পরিচিত হই প্রফেসর আশরাফ উদ্দিন এবং তার কাজের সাথে - আনিসুর রহমান Share on Facebook               Home Page             Published on: 14-Apr-2015 |